Advertisement
১৬ অক্টোবর ২০২৪

প্রাক্তন প্রেমিককে চিঠিতে কি লিখেছিলেন সেলেনা?

জাস্টিন বিবার আর সেলেনা গোমেজ়ের সম্পর্ক থাকা বা ভাঙাটা এ রকমই।

সেলেনা

সেলেনা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ০৭:০০
Share: Save:

এই তাঁদের সম্পর্ক ভাঙে, এই তাঁদের মন কষাকষি হয়, আবার মুহূর্তে রং পাল্টায় সমীকরণ! জাস্টিন বিবার আর সেলেনা গোমেজ়ের সম্পর্ক থাকা বা ভাঙাটা এ রকমই।

এখন শোনা যাচ্ছে, হেইলি বল্ডউইনের সঙ্গে জাস্টিনের এনগেজমেন্ট হয়ে যাওয়ার পরে জাস্টিনকে একটি চিঠি লিখেছিলেন সেলেনা। আসলে মার্চে তাঁদের শেষ বারের মতো সম্পর্ক ভেঙে যাওয়ার পরে জাস্টিন পরবর্তী সম্পর্কে এগোতে সময় নেননি। হেইলিকে ডেট করছিলেন তার ঠিক পরেই। সেলেনা এ সব জানতেন না।

অনেকের মতো হেইলি-বিবারের বাগদানের খবরে তিনিও অবাক হয়েছিলেন। শেষে ভেবেচিন্তে বিবারকে একটি আবেগবহুল চিঠি লেখেন তিনি। প্রাক্তন প্রেমিক ও তাঁর হবু স্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন সেলেনা। ঘনিষ্ঠ মহলে বলেছেন, অনুভূতি যা-ই থাকুক, তিনি জাস্টিনের ভালই চান।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE