Advertisement
E-Paper

দাম্পত্যের চার দশক সম্পূর্ণ, স্বামী জাভেদের সঙ্গে ছবি দিয়ে কী বার্তা দিলেন শাবানা আজ়মি?

১৯৮৪ সালে জাভেদ ও শাবানা বিবাহসূত্রে আবদ্ধ হন। তার আগে চিত্রনাট্যকার হানি ইরানির সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন জাভেদ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫
Shabana Azmi’s wish for husband Javed Akhtar on 40th wedding anniversary

শাবানা আজ়মির সঙ্গে জাভেদ আখতার। ছবি: সংগৃহীত।

সোমবার বলিউড গীতিকার জাভেদ আখতার এবং অভিনেত্রী শাবানা আজ়মির বিবাহবার্ষিকী। দাম্পত্যের চার দশক পূর্ণ করলেন তাঁরা। বিশেষ দিনে জাভেদকে নিয়ে বিশেষ উপলব্ধির কথা জানালেন শাবানা।

সোমবার সমাজমাধ্যমে জাভেদের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন শাবানা। ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেই স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। তিনি লেখেন, ‘‘আজ থেকে ৪০ বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। কিন্তু আজও তিনি আমাকে হাসাতে পারেন।’’ অভিনেত্রীর এই পোস্টে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন জাভেদের সন্তান ফারহান আখতার এবং জ়োয়া আখতার। এ ছাড়াও অভিনেত্রী অদিতি রাও হায়দরি, পোশাকশিল্পী মণীশ মলহোত্রের মতো বলিউডের বিশিষ্টেরা দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৮৪ সালে জাভেদ ও শাবানা বিবাহসূত্রে আবদ্ধ হন। তার আগে চিত্রনাট্যকার হানি ইরানির সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন জাভেদ। অবশ্য সম্প্রতি, নিজেদের তাঁরা বিবাহিত বলে মনে করেন না বলে দাবি করেছিলেন জাভেদ।তাই সংবাদমাধ্যমের কাছে জাভেদ বলেছেন, “বিয়ে-টিয়ে তো বেকার কাজ।” সমাজের চোখে বিবাহিত তকমা থাকলেও নিজেদের মনেপ্রাণে বিবাহিত মানতে নারাজ শাবানা ও জাভেদ। বরং তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কই দৃঢ়। স্বামী-স্ত্রীর মধ্যে যেমন সম্পর্ক হয়, ঠিক তেমন নয়। নিজেদের ভাল বন্ধু বলে মনে করেন বর্ষীয়ান দম্পতি।

Javed Akhtar Shabana Azmi Bollywood News lyricist Bollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy