বাপ-বেটায় স্নান সারলেন একসঙ্গে। একসঙ্গে খেলেন না বলে বাবার ওপর নাকি রেগে ছিল ছেলে। বলা যায় সেই মান ভাঙল বাথরুমে গিয়েই! আর তার পরের দিনই সেই অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে শেয়ারও করলেন ‘বাবা’ শাহরুখ খান।
ঠিক কী ঘটেছিল?
গতকালই ৫০ বছর পূর্ণ করেছেন বলিউড বাদশা। জন্মদিনের সকালটা ঘরোয়া ভাবে বাড়িতেই কাটিয়েছেন। আগের দিন রাতে কেক কেটে সেলিব্রেশনও হয়েছে। সকালে আরিয়ান আর সুহানা স্কুলে চলে যাওয়ার পর গোটা দিনটা আব্রামের সঙ্গে কেটেছে নায়কের।