Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শাহরুখের দিলওয়ালেতে হলিউডি গল্পের ছায়া!

১৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ-কাজল অভিনীত ছবি দিলওয়ালে। রোহিত শেট্টি পরিচালিত এই ছবি সম্পর্কে লক্ষ লক্ষ শাহরুখ-কাজলের ফ্যানদের প্রত্যাশা আকাশচুম্বী। এই ছবি নিয়ে বলিউড বক্স অফিসের প্রত্যাশাও কিছু কম নয়। সম্প্রতি মুক্তি পেয়েছে এ ছবির প্রথম মিউজিক ভিডিও ‘গেরুয়া’। আর এই ভিডিও প্রকাশিত হওয়ার পর পরই দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অগনিত ভক্তকুলের ধৈর্য আর বাঁধ মানছে না।

দু’টি ছবির পোস্টার।

দু’টি ছবির পোস্টার।

সুদীপ দে
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৯
Share: Save:

১৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ-কাজল অভিনীত ছবি দিলওয়ালে। রোহিত শেট্টি পরিচালিত এই ছবি সম্পর্কে লক্ষ লক্ষ শাহরুখ-কাজলের ফ্যানদের প্রত্যাশা আকাশচুম্বী। এই ছবি নিয়ে বলিউড বক্স অফিসের প্রত্যাশাও কিছু কম নয়। সম্প্রতি মুক্তি পেয়েছে এ ছবির প্রথম মিউজিক ভিডিও ‘গেরুয়া’। আর এই ভিডিও প্রকাশিত হওয়ার পর পরই দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অগনিত ভক্তকুলের ধৈর্য আর বাঁধ মানছে না। আমিও ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এর কারণ অবশ্য দু’টো। এক) দীর্ঘ দিন পর শাহরুখ-কাজলের অনবদ্য কেমেস্ট্রি রোহিত শেট্টির পরিচালনায় দেখা। আর দুই) এ ছবির গল্পটা হয়তো আমার চেনা। অন্তত ছবির ট্রেলর দেখে আমর তেমনই বিশ্বাস। ২০১৪-র অক্টোবরে মুক্তি পাওয়া মাইকেল হফম্যান পরিচালিত হলিউড ছবি ‘দ্য বেস্ট অফ মি’-র গল্পের সঙ্গে দিলওয়ালে গল্পের অদ্ভুত মিল। দ্য বেস্ট অফ মি-র গল্পের মূল দু’টি চরিত্র ডসন (যে চরিত্রে অভিনয় করেছেন জেমস মার্সডেন) এবং আমান্ডা (মিশেল মোনাঘন)। নিকোলাস স্পার্কের রোম্যান্টিক নভেল ‘দ্য বেস্ট অফ মি’ অবলম্বনে এই ছবিটির চিত্রনাট্য লেখা হয়। এই গল্পে ডসন এবং আমান্ডা যখন হাইস্কুলের ছাত্র তখন তারা একে অপরের কাছাকাছি আসে। ভালোবেসে ফেলে একে অপরকে। এর পর ছাড়াছাড়ি। এর কুড়ি বছর পর আবার মুখোমুখি হয় তারা। কিন্তু ছেলেটির (ডসন) জীবনের এক অন্ধকারময় অধ্যায় ডসন এবং আমান্ডার সম্পর্কেও প্রভাব ফেলে। আর এই টুইস্ট কাটিয়ে আবার প্রেমে ফেরার গল্পই রয়েছে দ্য বেস্ট অফ মি-এ। রোহিত শেট্টির দিলওয়ালে-র ট্রেলর দেখে আমার ধারনা, এ গল্পও সে পথেই হেঁটেছে। আরও অবাক হলাম যখন দিলওয়ালে ছবির পোস্টার দেখলাম। দু’টি ছবির পোস্টারেও যেন সেই ‘অদ্ভুত মিল’। দু’টি ছবির পোস্টার যেন একই ধাঁচে গড়া। শুধু ছবির নাম আর নায়ক-নায়িকা আলাদা। তবে এখনও চূড়ান্ত কিছু বলার সময় আসেনি। দিলওয়ালে-র মুক্তির অপেক্ষায় আমিও রয়েছি। কারণ, ছবির গল্প, পোস্টার যতই এক হোক না কেন বলিউডের মশালা, শাহরুখ-কাজলের অসাধারণ রোম্যান্সে উত্তাপ ওই হলিউড ছবিতে কী পাওয়া যায়! এ ক্ষেত্রে রোহিত শেট্টি ‘দিওয়ার’ ছবির সেই বিখ্যাত ডায়লগের কায়দায় বলতেই পারেন, “মেরে পাস শাহরুখ-কাজল হ্যায়, তুমহারে পাস ক্যায়া হ্যায়”!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sudip dey dilwale
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE