মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিলেন শাহরুখ খান। রবিবার ছিল শাহরুখের ৬০ বছরের জন্মদিন। সেই উপলক্ষে শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার উত্তর পেলেন এ বার মমতা। দ্রুত কলকাতা সফরের আশ্বাসও দিলেন বাদশা।
রবিবার শাহরুখের জন্মদিন উপলক্ষে মমতা লিখেছিলেন, “আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় ছায়াছবি তোমার অবদানে আরও সমৃদ্ধ হোক। তোমার চলার পথ আরও বিস্তৃত হোক।” এ বার উত্তরে শাহরুখ লিখলেন, “মমতা দিদি, আপনার শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক শুভেচ্ছা। আমি শীঘ্রই কলকাতায় যাব।” শাহরুখের এই পোস্ট ছড়িয়ে পড়তে উত্তেজনার আবেশ তৈরি হয়েছে কলকাতার দর্শকের মধ্যে। ইতিমধ্যেই বাদশার কলকাতা সফরের অপেক্ষায় তাঁরা।
একসময় কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতেন শাহরুখ। যদিও চলতি বছরের চলচ্চিত্র উৎসবে তাঁর আসার কোনও সম্ভাবনার কথা শোনা যায়নি। দর্শকের অনুমান, নিজের আসন্ন ছবি ‘কিং’-এর প্রচারের জন্যই কলকাতায় আসবেন শাহরুখ। সেই অপেক্ষায় দিন গোনা শুরু করেছেন দর্শক।
গত কয়েক মাস ধরেই এই ছবি নিয়ে ব্যস্ত শাহরুখ। জন্মদিনে ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এনেছেন তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের লুক নিয়েও ঝড় উঠেছে অনুরাগীদের মধ্যে। তাঁদের মতে, ধূসর চুলেও মুগ্ধ করেছেন শাহরুখ।
‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে পেশিতে চোট পেয়েছিলেন শাহরুখ। সেই সময়েও সমাজমাধ্যমে ‘শাহরুখ ভাই’য়ের শারীরিক অবস্থা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন। সমাজমাধ্যমে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন তিনি।