বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখা মিলছিল না শাহরুখ খানের। এক সময় যিনি ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত গুচ্ছ গুচ্ছ পোস্টে ভরিয়ে রাখতেন টুইটার, তাঁর এমন হঠাত্ অন্তর্ধানে রহস্য তৈরি হয়েছিল বইকী! এ বার সেই রহস্যের উপর থেকে পর্দা ওঠালেন খোদ বলিউড বাদশাই। সাফ জানালেন, আজকাল তাঁর আর এক্কেবারে পোষাচ্ছে না সোশ্যাল মিডিয়া।
তাঁর মতে ভার্চুয়াল পৃথিবীটা এখন গুজব, কুত্সা, পরনিন্দা, পরচর্চায় ভরে গেছে। এই সব ‘বোকা বোকা’ জিনিস দেখে শুনে বেজায় ক্লান্ত তিনি। তাই আপাতত ফেসবুক, টুইটার থেকে দূরে থাকার সিদ্ধান্তই নিয়েছেন।
এই সিদ্ধান্ত জানাতে অবশ্য তিনি বেছে নিয়েছেন ফেম নামের একটি লাইভ ভিডিও সোশ্যাল প্লাটফর্মকেই। বলেছেন ‘‘ফোন খুলে এই সব ছাঁইপাস দেখতে আর ভাল লাগে না। সোশ্যাল মিডিয়া এখন ভরে গেছে একগাদা ইডিয়টে। তাদের বোকাবোকা কথায় আমার আর বিন্দুমাত্র উত্সাহ নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকলে এদেরকে এড়িয়ে চলা অসম্ভব। আপাতত তাই এ সব থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলাম।’’
নিজের ভক্তদেরও সোশ্যাল মিডিয়াতে অন্যদের হেনস্থা না করার অনুরোধ করেছেন তিনি। ‘‘দয়া করে অন্যদের অপমান করবেন না’’ ভক্তদের আবেদন কিং খানের।
নিজে মুখে স্বীকার করেছেন, ইয়ার্কির নামে তিনি নিজেও আগে বেশ কয়েকবার অন্যদের হেনস্থা করেছেন তিনি নিজেও। আর সেই সবের জন্য তিনি নিজে এখন বেশ লজ্জিত।
আরও পড়ুন- ‘আমি সিঙ্গল’, রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক ক্যাট