Advertisement
E-Paper

আব্রামকে দেখে অবাক শাহরুখ! কনিষ্ঠ পুত্রকে নিয়ে কোন আশায় রয়েছেন বাদশাহ

পর্দায় তাঁকে দেখলে অপলক তাকিয়ে থাকতে হয়। সেই শাহরুখ খান নিজে দর্শকাসনে বসে অপলক তাকিয়ে থাকলেন। কারণ মঞ্চে তখন তাঁর কনিষ্ঠ পুত্র আব্রামের অনুষ্ঠান চলছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৪:১৩
Shah Rukh Khan seen enjoying Abram’s performance at his school annual show

আব্রামকে নিয়ে স্বপ্ন দেখছেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

আবিশ্ব তাঁর অনুরাগীরা ছড়িয়ে রয়েছেন। তাঁর ছবি দেখে প্রেমের ভাষা খুঁজে পেয়েছে প্রজন্মের পর প্রজন্ম। তাই পর্দায় তাঁকে দেখলে অপলক তাকিয়ে থাকতে হয়। সেই শাহরুখ খান নিজে দর্শকাসনে বসে অপলক তাকিয়ে থাকলেন। কারণ মঞ্চে তখন তাঁর কনিষ্ঠ পুত্র আব্রামের অনুষ্ঠান চলছে। বাবা শাহরুখের চোখ জুড়ে আশার আলো। ভবিষ্যতে তাঁর জায়গা কি নিতে পারবে আব্রাম? প্রশ্ন নেটাগরিকের।

বৃহস্পতিবার মুম্বইয়ের ধীরুভাই অম্বানী আন্তর্জাতিক স্কুলে ছিল বার্ষিক অনুষ্ঠান। প্রতি বছরের মতোই এই অনুষ্ঠানের মঞ্চে নজর কাড়ল তারকা সন্তানেরাও। মঞ্চে ঐশ্বর্যা-কন্যা আরাধ্যা বচ্চনের সঙ্গে অনুষ্ঠান করলেন আব্রাম। সেই মুহূর্ত দর্শকাসনে বসে ক্যামেরাবন্দি করলেন শাহরুখ নিজেই। শাহরুখের এক পাশে স্ত্রী গৌরী খান। অন্য পাশে কন্যা সুহানা খান। অনুষ্ঠানে স্ত্রী ও কন্যার সঙ্গে নাচতেও দেখা যায় বলিউডের বাদশাহকে। স্কুলের পড়ুয়ারা এ দিন শাহরুখকে ঘিরেও ধরে। নেপথ্যে বেজে ওঠে শাহরুখেরই ছবি ‘ওম শান্তি ওম’— এর গান ‘দিওয়ানগি দিওয়ানগি’। সেই সময়েই নেচে ওঠেন উপস্থিত দর্শক।

মঞ্চে আব্রাম, দর্শক শাহরুখ।

মঞ্চে আব্রাম, দর্শক শাহরুখ। ছবি: সংগৃহীত।

এই গানে একসঙ্গে নাচতে দেখা যায় ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনকেও। বহু দিন পরে তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল সইফ-করিনার দুই পুত্র তৈমুর ও জেহ। এ বছরই প্রথম মঞ্চে উঠল জেহ। ছোট্ট জেহ যখন অনুষ্ঠান করছে, তখন দর্শকাসনে উচ্ছ্বসিত করিনা করতালিতে ভরিয়ে দেন। সেই মুহূর্ত ভাইরাল নেটপাড়ায়।

শাহরুখ এই মুহূর্তে ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। সুজয় ঘোষ পরিচালিত এই ছবিতে প্রথম বড় পর্দায় দেখা যাবে সুহানা খানকে।

Shah Rukh Khan Gauri Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy