সন্তানদের কাছে তিনি বাবা নন, বন্ধু। তিনি শাহরুখ খান। একাধিকবার কিঙ্গ খান প্রকাশ্যে জানিয়েছেন, আরিয়ান, সুহানা ও আব্রামের সঙ্গে সময় কাটাতে তিনি পছন্দ করেন। শুটিংয়ের ফাঁকে এখন বেশির ভাগ সময়ই কেটে যায় ছোট ছেলে আব্রামের সঙ্গে। সম্প্রতি ‘টেড টক’-এর অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে আসার সময় ঘুমন্ত আব্রামকে কোলে নিয়ে বেরিয়ে আসেন তিনি। সেই ছবি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন, চলতি বছরেই সোনমের এনগেজমেন্ট?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটা অংশের দাবি করে, আব্রাম নাকি শাহরুখের ছেলেই নয়! বরং নায়কের বড় ছেলে আরিয়ানের ঔরসেই নাকি জন্ম আব্রামের! এক রোমানিয়ান মহিলার সঙ্গে আরিয়ানের ভালবাসার সম্পর্কের পরই নাকি আব্রামের জন্ম! গোটা বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন শাহরুখ।