Advertisement
E-Paper

বজরঙ্গি-টুইটে চমক শাহরুখের

বছর সাতেক আগে বাক্যালাপই ছিল না। সবাই জানত ‘করণ-অর্জুন’ একে অপরের মুখদর্শন করতেও আগ্রহী নন। সৌজন্যে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টির গোলমাল। কিন্তু ছবিটা পাল্টে গিয়েছিল ২০১৩-য়। সে বছরের ইফতার পার্টিতে বলিউডের দুই খানকে একেবারে অন্য মেজাজে দেখেছিলেন সবাই। শাহরুখ খান আর সলমন খান সেই পার্টিতে একে-অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানিয়েছিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০২:৪০
‘বজরঙ্গি ভাইজান’-এর ফার্স্ট লুক। টুইটারে এই ছবিই প্রকাশ করেছেন শাহরুখ।

‘বজরঙ্গি ভাইজান’-এর ফার্স্ট লুক। টুইটারে এই ছবিই প্রকাশ করেছেন শাহরুখ।

বছর সাতেক আগে বাক্যালাপই ছিল না। সবাই জানত ‘করণ-অর্জুন’ একে অপরের মুখদর্শন করতেও আগ্রহী নন। সৌজন্যে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টির গোলমাল।

কিন্তু ছবিটা পাল্টে গিয়েছিল ২০১৩-য়। সে বছরের ইফতার পার্টিতে বলিউডের দুই খানকে একেবারে অন্য মেজাজে দেখেছিলেন সবাই। শাহরুখ খান আর সলমন খান সেই পার্টিতে একে-অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানিয়েছিলেন।

পরের বছরেও দেখা গিয়েছিল একই ছবি। সম্পর্কের সেই কঠিন বরফ গলতে গলতে এখন প্রায় এক সমুদ্দুর! না হলে শাহরুখ খান কিনা সলমনের আসন্ন ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর ‘ফার্স্ট লুক’ টুইট করে সবাইকে জানান! ‘বজরঙ্গি ভাইজান’-এর ট্রেলার মুক্তি পাওয়ার কথা বুধবার। কিন্তু কেউ ট্রেলার দেখার আগেই চমক দিলেন শাহরুখ। একই ছবি রিটুইট করেছেন তাঁদের আর এক সতীর্থ আমির খান। কিন্তু টুইটারে আজ জোর গুঞ্জন, ‘‘করণ-অর্জুন কি ওয়াপস আ গয়ে?’’ শুধু ফার্স্ট লুক নয়, বলিউডের চুলবুল পাণ্ডেকে নিয়ে শাহরুখ যে টুইটটি করেছেন, সেটাও বেশ চমকপ্রদ, ‘‘আমার মনে হয়, হিরো হওয়ার চেয়ে ভাই হওয়া অনেক বড় ব্যাপার। ২০১৫-র ইদে আসছে ‘ভাইজান’। ফার্স্ট লুক কেমন লাগল আপনাদের?’’

এককালে যাঁর মুখ দেখতেও কুণ্ঠা ছিল, এখন তিনি তাঁর সহোদর-সম। শাহরুখ অবশ্য সলমনের পাশে থাকার বার্তা এর আগেও দিয়েছেন। খান-বন্ধুত্বের জল্পনা তুঙ্গে ওঠে সলমনের বোন অর্পিতার বিয়ের সময়ে। অর্পিতাকে জড়িয়ে ধরে সলমন-শাহরুখ তাঁর মাথায় চুমু দিচ্ছেন— সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অর্পিতাকে নিয়ে সলমনের সঙ্গে ছবি তুলেই ক্ষান্ত দেননি শাহরুখ। গত বছর সেই বিয়ের অনুষ্ঠানে চুটিয়ে নাচাগানাও করেছেন।

এ মাসের গোড়ায় ফের সলমনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন শাহরুখ। গাড়ি চাপা দিয়ে হত্যা মামলার রায় ঘোষণার ঠিক আগের দিন। আরও অনেক হিতাকাঙক্ষীর মতো শাহরুখও মুম্বইয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়ে আশ্বস্ত করে যান সলমনকে। কিন্তু এককালের শত্রুতা কোন মন্ত্রে বদলে গেল এমন বন্ধুতায়? বলিউড বিশেষজ্ঞদের মতে, ওপর-ওপর যা-ই ঘটুক না কেন, দুই তারকাই জানেন শেষ কথা বলবে ছবির ব্যবসা। একই ইন্ডাস্ট্রিতে থেকে তাই পরস্পর বিবদমান হয়ে কারও যে বিশেষ লাভ হবে না, বুঝেছেন দু’জনেই। তাই হয়তো ব্যবসাই মিলিয়ে দিয়েছে দুই খানকে।

২০০৭ সালে ফারহা খান পরিচালিত ‘ওম শান্তি ওম’-এর একটি বিশেষ গানে শেষ বার একসঙ্গে নাচ করতে দেখা গিয়েছিল শাহরুখ-সলমনকে। সাম্প্রতিক মিত্রতার সুবাদে এখন ভক্তকুলের প্রশ্ন, রূপোলি পর্দায় ‘করণ-অর্জুন’ জুটি কি সত্যিই ফিরে আসবেন?

Shah Rukh Khan twitted Bajrangi Bhaijaan Salman in Bajrangi Bhaijaan salman khan locket salman khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy