বিশাল ভরদ্বাজ ও শাহিদ কপূরের ‘ও রোমিয়ো’র ঝলক সাড়া ফেলেছে। কিন্তু এর মধ্যেই একটি বিতর্কে জড়িয়েছে ছবিটি। এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি এটি। শোনা যাচ্ছে, মুম্বইয়ের আশি-নব্বইয়ের দশকের গ্যাংস্টার হুসেন উস্তরার জীবনকে কেন্দ্র করে এই ছবি। তিনি দাউদ ইব্রাহিমের প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত ছিলেন। পরে তিনি দাউদের লোকজনের হাতে খুন হন। ছবিতে হুসেনের চরিত্রে রয়েছেন শাহিদ। ছবি নিয়ে আলোচনার মাঝেই হুসেন উস্তরার কন্যা সনোবর প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে আইনি নোটিস পাঠিয়েছেন।
ছবিতে যে ভাবে হুসেনকে দেখানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সনোবর। এর জেরে তাঁদের পরিবারের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে বলে দাবি তাঁর। তাই প্রযোজকের থেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। তাঁর অনুমতি ছাড়া যেন এই ছবি না মুক্তি পায়, সেই দাবিও করেছেন গ্যাংস্টার-কন্যা।
আরও পড়ুন:
উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে হুসেনের জীবন নিয়ে চিত্রনাট্য তৈরি করেছিলেন বিশাল ভরদ্বাজ। তবে ‘ও রোমিয়ো’ সেই চিত্রনাট্যের উপর নির্ভর করেই কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। নির্মাতারা অবশ্য ঝলকে উল্লেখ করেছেন, এই ছবি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। শাহিদ কপূরের চরিত্র সম্পর্কেও এখনও কিছু স্পষ্ট নয়। ‘ও রোমিয়ো’ টিমের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, শাহিদ এক ভাড়াটে খুনির চরিত্রে অভিনয় করছেন। খুনি হলেও আফশা নামে একটি মেয়ের প্রেমে পড়ে যায় এই চরিত্রটি। আফশার চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি ডিমরী।
ছবিতে শাহিদের নৃশংস অবতার নজর কেড়েছে। সারা শরীরে অস্থায়ী উল্কি করেছেন শাহিদ। তমন্না ভাটিয়া, বিক্রান্ত ম্যাসি, অবিনাশ তিওয়ারি ও নানা পটেকরও অভিনয় করেছেন এই ছবিতে। আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।