Advertisement
E-Paper

ভাড়া বাড়িতে বাস, টাকা ছিল না পোশাক কেনারও! বলিউডের তারকা সন্তানদের খোঁচা শাহিদের?

এমনও একটা সময় এসেছে, যখন মুম্বইয়ের লোখন্ডওয়ালা বাজার থেকে পোশাক কেনার সামর্থও ছিল না।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৩:৩২
Shahid Kapoor reminisces that once he did not have money to buy clothes from Lokhandwala

অভাবের মধ্যে কাটিয়েছেন শাহিদ কপূর। ছবি: সংগৃহীত।

বলিউডে একাধিক হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। তবে টিনসেল টাউনে প্রথম সারিতে আসতে তাঁকে নাকি বেশ বেগ পেতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছেন অভিনেতা নিজেই। সম্পর্কে পঙ্কজ কপূরের পুত্র শাহিদ। কিন্তু তা সত্ত্বেও বলিউডে নিজের শক্ত ভিত তৈরি করতে সময় লেগেছে তাঁর। অভিনেতার সন্তান বলে আলাদা করে কোনও সুবিধা পাননি বলেও জানান শাহিদ।

এক সাক্ষাৎকারে শাহিদ বলেছেন, “আমার বাবা একজন চরিত্রাভিনেতা। ১৫ বছর বয়স থেকে আমার মা একজন কত্থক নৃত্যশিল্পী। আমি ভাড়া বাড়িতে থেকেছি। বহু অডিশন দিয়েছি আমি। আলাদা করে কোনও সুবিধা কোনও দিনই পাইনি।” বলিউডে বহু তারকা সন্তানের অভিনয়ের সফরই শুরু হয়েছে প্রথম সারির পরিচালকদের সঙ্গে। শাহিদ সেই পথের পথিক নন। অভিনেতার কথায়, “কেউ কেউ বিএমডব্লিউ-তে চড়েও লড়াই করেন। তারা কিন্তু বলিউডের সেরা পরিচালকদের সঙ্গেই কাজ শুরু করেছেন। আমি কিন্তু আড়াইশোটা অডিশন দিয়ে তবে এসেছি বলিউডে।” অনেক সময়েই অভিনেতার মনে হয়েছে, পরিস্থিতি তাঁর পক্ষে ছিল না।

এমনও একটা সময় এসেছে, যখন মুম্বইয়ের লোখন্ডওয়ালা বাজার থেকে পোশাক কেনার সামর্থও ছিল না। এই প্রসঙ্গে অভিনেতা বলেছেন, “আজ লোকে বলে, শাহিদের পোশাক-আশাক পরার ধরন খুব সুন্দর। এ সব শুনে এক এক সময়ে খুব হাসি পায়। কারণ আমার মনে আছে, একটা সময়ে আমা কাছে লোখন্ডওয়ালা বাজার থেকে পোশাক কেনারও টাকা থাকত না।”

অভিনয়ের জন্য কঠোর পরিশ্রম করলেও সঠিক কৃতিত্ব পাননি। শাহিদকে প্রায়ই তাঁর তথাকথিত ঘনিষ্ঠেরা এই কথা মনে করিয়ে দিয়েছেন। একটা সময়ে এই ধরনের কথা খুব গায়ে লাগত। কিন্তু করোনা অতিমারির সময়ে বদলে ফেলেছেন নিজেকে অনেকটাই। আগামী ৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহিদের আসন্ন ছবি ‘দেবা’।

Shahid Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy