মীরা রাজপুত নাকি বলিউডে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন। এ কথা বলেছেন শাহিদ কপূরই। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন দু’জনে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহিদ বলেন, ‘‘আমাদের দু’জনকে অনেকেই একসঙ্গে ছবিতে কাস্ট করতে চাইছেন। কয়েকটা প্রস্তাব ইতিমধ্যেই এসেছে। তবে মনে হচ্ছে, আমার চেয়ে মীরাকেই বেশি পছন্দ করছেন। মীরা খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।’’ কিছু দিন আগেই মীরা জোর গলায় জানিয়েছিলেন, তিনি গৃহবধূই থাকতে চান। সন্তানের দেখভাল না করে বাইরের কাজ করা তাঁর না পসন্দ। তেমন লোভনীয় প্রস্তাব পেলেও কি মীরা একই কথা বলবেন?