শাহরুখ ও সুজয়
দিনকয়েক আগে ‘মিস্টার ইন্ডিয়া’ রিমেকের স্বত্ব পরিচালক শেখর কপূর ও অভিনেতা অনিল কপূরকে না জানিয়ে জ়ি স্টুডিয়োজ় নিয়েছিল। তা নিয়ে সংবাদমাধ্যমে একপ্রস্ত জলঘোলা হয়। শাহরুখ খান প্রযোজিত ‘বব বিশ্বাস’ দিয়ে পরিচালনায় ডেবিউ করছেন সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। ‘কহানি’ ছবির স্পিন-অফ এটি। এর আগে ‘কহানি’ ও ‘কহানি টু’ ছবির প্রযোজক ছিলেন জয়ন্তীলাল গাড়া। তাই তাঁর কাছ থেকে নতুন ছবি প্রযোজনার জন্য শাহরুখের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। যা তিনি সময়মতো নিয়েওছিলেন।
সূত্রের খবর, ‘জ়িরো’ ছবির অন্যতম প্রযোজক ছিলেন জয়ন্তীলাল। তাই তাঁর সঙ্গে শাহরুখের বোঝাপড়া ভালই ছিল। তাই একবারেই ‘বব বিশ্বাস’ প্রযোজনার জন্য শাহরুখকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিয়েছিলেন তিনি। ফলে সুজয় ঘোষ ও শাহরুখের এ ক্ষেত্রে কোনও সমস্যার মধ্যে পড়তে হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy