বড় তারকা হওয়ার জ্বালা অনেক! সেই জ্বালায় বুঝি জ্বলছেন বাংলাদেশের খ্যাতনামী তারকা শাকিব খান! তিনি যা-ই করেন, তা-ই হয়ে ওঠে চর্চার বিষয়! ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই নিরন্তর চর্চা নানা মহলে। এ বার ইদ-উল-আজ়হা উপলক্ষে উস্কে উঠেছে নতুন জল্পনা। কানাঘুষো ছড়িয়েছে, বাংলাদেশের ‘সুপারস্টার’ শাকিব নাকি ১০ কোটি দিয়ে কুরবানির গরু কিনেছেন!
এই ইদেই মুক্তি পেয়েছে শাকিবের ছবি ‘তাণ্ডব’। সূত্রের খবর, ইতিমধ্যে শুধু সে দেশের মাল্টিপ্লেক্স থেকেই ছবিটি ২২ লক্ষ টাকা রোজগার করে ফেলেছে। শাকিব ও সাবিলা নুরের ‘লিচুর বাগান’ গানটি ট্রেন্ডিং সমাজমাধ্যমে। এরই মধ্যে শাকিবকে ঘিরে নয়া বিতর্ক— তিনি নাকি কোটি কোটি টাকা খরচ করে ইদের কুরবানি দিতে গরু কিনেছেন। মুখে মুখে কথা ছড়িয়ে গিয়েছে, শাকিব নাকি ১০ কোটি টাকা খরচ করে গরু কিনেছেন।
তবে সূত্র বলছে, কুরবানির জন্য যথেষ্ট দাম দিয়েই গরু কিনেছেন ‘সুপারস্টার’। তবে তা ১০ কোটি টাকা নয়। জানা গিয়েছে, এ বছর কুরবানির গরু কিনতে অভিনেতার খরচ হয়েছে ৩ লক্ষ ৪২ হাজার টাকা।
ইদ-উল-আজ়হা ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে কুরবানির ইদ নামেই পরিচিত। এই উৎসব আসলে আত্মত্যাগের প্রতীক। মনে করা হয়, আল্লাহের নির্দেশে প্রিয় শিষ্য ইব্রাহিম নিজের সব থেকে প্রিয় জিনিসটি কুরবানি দিতে চেয়েছিলেন। কিন্তু ইব্রাহিমের পোষা গরু, ছাগল— কোনওটাই সব থেকে প্রিয় বলে মনে হয়নি। কারণ, তাঁর একমাত্র প্রিয় তো নিজের সন্তান! তাই সন্তান ইসমাইলকে তিনি ঈশ্বরের উদ্দেশে বলি দিতে চেয়েছিলেন। চোখ বেঁধে প্রিয় পুত্রকে যখন হত্যা করতে যান ইসমাইল, তখনই সম্বিত ফেরে। দেখেন, পুত্র নয়, তিনি আসলে কুরবান করেছেন এক দুম্বাকেই। পাশে সুস্থ দাঁড়িয়ে তাঁর সন্তান। ঈশ্বরের কাছে নিবেদন আর আত্মত্যাগের মহিমাই জানায় এই পরব। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও মহাসমারোহে পালিত হয়।