Advertisement
E-Paper

ডুয়া লিপার সন্তানের বাবা হতে চান বাদশা! কোথায় গেলেন প্রেমিকা রিখি, উঠছে প্রশ্ন

সব সময়ই আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করেন র‌্যাপার বাদশা। এ বার গায়কের এক মম্তব্য ঘিরে শোরগোল চারিদিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৪:৪৫
Badshah Gives Bold Reply To Fan Asking About His Collaboration With Dua Lipa

কী কাণ্ড করলেন বাদশা? ছবি: সংগৃহীত।

জ্যাসমিন ম্যাসির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে বছর চারেক আগে। গত কয়েক বছরে ইশা রিখির সঙ্গে তাঁর সম্পর্কের কথাও এসেছে প্রকাশ্যে। কিন্তু এ বার কি নতুন কারও সংসার পাতার সিদ্ধান্ত নিচ্ছেন র‌্যাপার বাদশা!

গায়কের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেল থেকে গায়িকা ডুয়া লিপার একটি ছবিতে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন বাদশা। সেই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নানা জনের নানা মন্তব্য। এক ভক্ত বাদশাকে জিজ্ঞেস করে , “আপনি কি ডুয়া লিপার সঙ্গে গান তৈরি করছেন?” গায়কের উত্তর পড়ে নানা ধরনের ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু গায়ক এ সব প্রশ্নের যা উত্তর দিয়েছেন, তাতেই চোখ কপালে উঠেছে নেটাগরিকদের।

বাদশা লেখেন, “তার থেকে বরং আমি ওঁর সন্তানের বাবা হতে চাই।” ব্যস, এইটুকু লিখেই উধাও বাদশা। এর পর থেকে আরও কোনও উত্তর পাওয়া যায়নি তাঁর তরফে।

বছর চারেক আগে কেন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন বাদশা? এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দু’জনেই আপ্রাণ চেষ্টা করেছিলেন, যদি কোনও ভাবে নিজেদের বিয়েকে বাঁচাতে পারেন। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন প্রতিনিয়ত অস্বাস্থ্যকর হয়ে উঠছিল। যার প্রভাব পড়ছিল তাঁদের সন্তানের উপর। চেষ্টার কোনও ত্রুটি রাখেননি দম্পতি। কিন্তু কোনও ভাবেই সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে এগিয়ে যান তাঁরা। এই প্রসঙ্গে বাদশা বলেন, “আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম। যথাসাধ্য চেষ্টার পরেও আলাদা হয়েছি শুধুমাত্র সন্তানের কথা ভেবে।”

বর্তমান, পঞ্জাবি ও বলিউড অভিনেত্রী ইশা রিখির সঙ্গে সম্পর্কে জড়িছেন বাদশা। গত বছর থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে। তবে সেই সময় গুঞ্জন নস্যাৎ করে দিয়েছিলেন বাদশা। তিনি জানিয়েছিলেন, এই মুহূর্তে বিয়ের কোনও পরিকল্পনা নেই। তবে বাদশা-ইশার সম্পর্ক এখন আর গোপন নেই।

Rapper Badshah Dua Lipa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy