Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Entertainment News

কুড়ি বছর পর আবার ‘ব্রেথলেস’ গাইলেন শঙ্কর মহাদেবন

মোদী সরকারের বিভিন্ন প্রকল্পকেই এক নিঃশ্বাসে, এক সুরে বেঁধেছেন শঙ্কর মহাদেবন। টুইটে শঙ্কর লিখেছেন তাঁর এই গান নিরন্তর এগিয়ে চলা ভারতের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ।

নিজের জন্য নয়, নতুন গানটি দেশের জন্য গেয়েছেন শঙ্কর মহাদেবন। ছবি: টুইটারের সৌজন্যে।

নিজের জন্য নয়, নতুন গানটি দেশের জন্য গেয়েছেন শঙ্কর মহাদেবন। ছবি: টুইটারের সৌজন্যে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৮ ১৯:০১
Share: Save:

এক নিঃশ্বাসে দু মিনিট দশ সেকেন্ড। জাভেদ আখতারের কথামালায় সুর দিয়ে ‘ব্রেথলেস’ গান গেয়ে চমকে দিয়েছিলেন শঙ্কর মহাদেবন। বলিউডে জানান দিয়েছিলেন নিজের উপস্থিতি। সেটা ১৯৯৮ সালের কথা। বছর কুড়ি পর ব্রেথলেসের নতুন সংস্করণ নিয়ে হাজির তিনি।

সুরের জগতে কোনও নতুন শৃঙ্গ জয়ের কথা বলতে নয়, এ বার উপলক্ষটা আলাদা।

এ বার আর নিজের জন্য নয়, নতুন গানটি দেশের জন্য। মোদী সরকারের বিভিন্ন প্রকল্পকেই এক নিঃশ্বাসে, এক সুরে বেঁধেছেন শঙ্কর মহাদেবন।

টুইটে শঙ্কর লিখেছেন তাঁর এই গান নিরন্তর এগিয়ে চলা ভারতের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ।

আর ভারতের অগ্রগতির গান শোনাতে স্বাধীনতা দিবসকেই বেছে নিয়েছেন এই মিউজিক মায়েস্ত্রো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE