Advertisement
৩০ সেপ্টেম্বর ২০২৩
Shariful Raj

‘আমার বেডরুম এখন মজার পাত্র হয়ে গিয়েছে’, পরীমণি প্রসঙ্গে মুখ খুললেন রাজ

পরীমণির অন্দরের কথা এখন হাটেবাজারে। তাতেই বেশ ক্ষুব্ধ পরীমণির স্বামী শরিফুল রাজ। সম্পর্ক জোড়া লাগবে না, সাফ কথা অভিনেতার।

পরীমণির সঙ্গে সম্পর্ক এখানেই শেষ! মুখ খুললেন রাজ।

পরীমণির সঙ্গে সম্পর্ক এখানেই শেষ! মুখ খুললেন রাজ। ছবি: ফেসবুক।

সংবাদ সংস্থা
ঢাকা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৩:৩০
Share: Save:

বর্ষবরণের রাতে ফেসবুকে পোস্ট দিয়ে পরীমণি স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের ইঙ্গিত দেন। তার পর টানা দু’-দিন ধরে ঘটে চলেছে নানা ঘটনা। পরীমণি একতরফা নানা অভিযোগে এনেছেন স্বামী ও শ্বশুরবাড়ির উপর। এই দু’দিনে প্রায় বেপাত্তা ছিলেন রাজ। তবে নতুন বছরে ছেলের সঙ্গে আদরমাখা ছবি দেন তিনি। কিন্তু পরীমণি সম্পর্কে একটিও কথা বলেননি অভিনেতা। অবশেষে বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে মুখ খুললেন অভিনেতা। শুধু তা-ই নয়, পরীমণির উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘আমার বেডরুমটা ব্যক্তিগত জায়গা, যা হাটেবাজারে চর্চার বিষয় হয়ে গিয়েছে। আমি চুপচাপ থাকতে চাই। পরী এখন যা করছে, তার মন যা চাইছে করুক, আটকাব না।’’

শুধু তা-ই নয়, রাজ আরও বলেছেন আমি ‘‘কিছুই জানতাম না। কেন হচ্ছে, কী হচ্ছে। আমি ঘুমোচ্ছিলাম। এখন কথা বললে অনেক কিছু বলতে হবে। আমি চাই না এই প্রসঙ্গে আর কোনও চর্চা হোক।’’ কিন্তু পরীমণি যে তাঁর বিরুদ্ধে গার্হস্থ হিংসার মতো গুরুতর অভিযোগ এনেছেন, সে বিষয়টি সরাসরি নাকচ করে রাজ বলেন, ‘‘আমি স্পষ্ট বলছি, আমি কোনও ভুল করিনি।’’ তাঁদের দাম্পত্য যে ভাঙনের মুখে, সেটিও স্পষ্ট করেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘না, আর হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE