Advertisement
E-Paper

পরনে মনোকিনি, খোলা প্যান্টের চেন, ছবি দিতেই কটাক্ষ শাহনাজ়কে, তুলনা উর্ফীর সঙ্গে

মনোকিনি পরে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার শাহনাজ়। তুলনা করা হল উর্ফীর সঙ্গে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০০
Shehnaaz Gill trolled for wearing swimsuit with unzipped shorts

ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে অন্যতম চর্চিত ব্যক্তিত্ব শাহনাজ় গিল। ‘বিগ বস্’-এর ঘর থেকে উত্থান, তার পর সলমন খানের হাত ধরে বলিউডে অভিষেক। যখন রিয়্যালিটি শোয়ে এসেছিলেন সেই সময়কার শাহনাজ়ের সঙ্গে এখনকার মানুষটার মধ্যে বিস্তর ফারাক। বলা ভাল, ভোল পাল্টে ফেলেছেন শাহনাজ়। এক সময় নিজের ভারী চেহারার জন্য মনখারাপ করতেন শাহনাজ়। তার পর ওজন কমিয়ে একেবারে ছিপছিপে হয়েছেন। এ বার মনোকিনি পরে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার শাহনাজ়।

সাজপোশাক দিয়ে লোকের নজর কাড়েন নেটপ্রভাবী উর্ফী জাভেদ। যদিও সমালোচনা, কটাক্ষ নিত্যসঙ্গী উর্ফীর। এ বার তাঁর সঙ্গে তুলনা টানা হল শাহনাজ়ের। এই মুহূর্তে সিডনিতে রয়েছেন তিনি। একটি ছবির শুটিংয়ের কাজ চলছে। সেখানে সমুদ্রসৈকতে একগুচ্ছ হাসিখুশি ছবি দেন অভিনেত্রী। সেখানেই তাঁর পোশাক দেখে রে-রে করে উঠেছেন নেটমহলের বাসিন্দাদের একাংশ।

ভারতীয় সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন তাঁকে। আসলে শাহনাজ়ের পরনে ছিল একটা কালো মনোকিনি। নিম্নাঙ্গে হট প্যান্ট, চেন খোলা। এমন অবস্থায় সৈকতে দৌড়চ্ছেন তিনি। সেই ছবি দেখেই অনেকে কটাক্ষ করেছেন, শাহনাজ় এখন সস্তার প্রচার পেতে চাইছেন। কেউ আবার শাহনাজ বদলে গিয়েছেন বলে আক্ষেপও প্রকাশ করেন।

Shehnaaz Gill Uorfi Javed Trolled
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy