সম্প্রতি রাজ কুন্দ্রা এবং তাঁর অভিনেত্রী স্ত্রী শিল্পা শেট্টীর বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিস জারি করেছে মুম্বই পুলিশ। ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এর মাঝেই নাকি বাড়ি ছেড়েছেন শিল্পার স্বামী! তার মাঝেই অন্য পুরুষের প্রেমে পড়লেন শিল্পা?
আরও পড়ুন:
শুক্রবার মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ছবি ‘মেহর’। ছবিমুক্তির আগে তিনি ঘোষণা করেছিলেন, প্রথম দিনের আয় পঞ্জাবের বন্যাত্রাণে দান করবেন। তাতেও মেলেনি রেহাই। এ বার নাকি স্ত্রীও ভুলতে বসলেন তাঁকে! সম্প্রতি ফারহা খান আসেন শিল্পার বাড়িতে, তাঁর নতুন চ্যানেলের অনুষ্ঠানের জন্য। বাড়ি ঢুকে ফারহা রাজের কথা জিজ্ঞেস করতেই শিল্পা জানান, তিনি তাঁর স্বামী নয় বরং প্রেমিকের সঙ্গে এই বাড়িতে থাকেন। অভিনেত্রীর এমন কথা শুনেই চক্ষু ছানাবড়া ফারহার। তিনি পাল্টা বলেন, ‘‘এই তো জীবন। স্বামী যেতে না যেতেই প্রেমিক এল বাড়িতে।’’ শিল্পা জানান, তিনি এক সর্দারজির প্রেমে পড়েছেন। সেই সর্দারজি আসলে আর কেউ নন, শিল্পার স্বামী রাজ। তাঁর ‘মেহর’ নামে যে ছবিটি মুক্তি পেয়েছে সেখানে তাঁকে সর্দারের চরিত্রেই দেখা গেছে। বলা যায়, শিল্পা কোমর বেঁধে স্বামীর প্রচারে মাঠে নেমেছেন।
২৪ অগস্ট থেকে শুরু হয়েছে সলমন খানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বিগ্ বস ১৯’। এ বছর রাজ সেখানেও যোগ দিয়েছেন। পাশাপাশি, এ বছর তাঁর তিনটি পঞ্জাবি ছবিমুক্তির সম্ভাবনা। সব মিলিয়ে এ বছরের শুরুটা ভাল হয়েছিল রাজের। হঠাৎ করে প্রতারণা মামলায় নতুন করে বিতর্কে জড়াবেন, ঘুণাক্ষরেও তা বোধহয় টের পাননি রাজ-শিল্পা।