Advertisement
E-Paper

‘সঞ্জয় দত্ত বায়োপিক’-এর শুটিং শুরু

অনেক দিন ধরেই চলছিল জল্পনা। শেষমেশ সব জল্পনাকে ‘গুড বাই’ জানিয়ে শুটিংটা শুরুই হয়ে গেল। ছবির নাম কী? খুব স্বাভাবিক প্রশ্ন। কিন্তু, তাতে‌ কী? নাম ঠিক না করেই পরিচালক রাজু হিরানি তাঁর নতুন ছবির শুভ মহরৎ সেরে ফেলেছেন। আপাতত ছবির নাম সঞ্জয় দত্ত বায়োপিক। টুইটারে এই খুশির খবর ‘খলনায়ক’ পাগলদের জন্য নিয়ে এলেন স্বয়ং পরিচালক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ১০:৫৮

অনেক দিন ধরেই চলছিল জল্পনা। শেষমেশ সব জল্পনাকে ‘গুড বাই’ জানিয়ে শুটিংটা শুরুই হয়ে গেল।

ছবির নাম কী? খুব স্বাভাবিক প্রশ্ন। কিন্তু, তাতে‌ কী? নাম ঠিক না করেই পরিচালক রাজু হিরানি তাঁর নতুন ছবির শুভ মহরৎ সেরে ফেলেছেন। আপাতত ছবির নাম সঞ্জয় দত্ত বায়োপিক। টুইটারে এই খুশির খবর ‘খলনায়ক’ পাগলদের জন্য নিয়ে এলেন স্বয়ং পরিচালক। এর কিছু ক্ষণ পরেই অভিনেত্রী দিয়া মির্জা একটি ছবিও টুইটারে শেয়ার করেছেন। সঙ্গে এটা জানিয়ে দেন, তিনিও এই ছবিতে অভিনয় করছেন। কিন্তু, আর কারা অভিনয় করছেন সে কৌতূহলে ইতি টেনেছেন পরিচালক।

পরিচালক রাজু হিরানির টুইটবার্তা

দিয়া মির্জা যে ছবি শেয়ার করেছেন তাতে অনেকেই রয়েছেন। রণবীর কপূর, চিত্রনাট্যকার অভিজাত জোশী, রাজকুমার হিরানি, দিয়া মির্জা এবং ভিকি কৌশল। তবে, প্রথম দিন একটু হাল্কা চালেই শুটিং শেষ হয়েছে। তা তো হওয়ারই কথা। কেন না দৃশ্যটাই একটি মজার। সে কথাও টুইটারে জানিয়েছেন পরিচালক।

দীর্ঘ দিন ধরে এ ছবির জন্য কসরত করে চলেছেন পরিচালক-সহ অন্য কলাকুশলীরা। রণবীরকে কখনও সঞ্জু বাবার কাছ থেকে তাঁর আপাদমস্তক চলনবলন মগজস্থ করতে হয়েছে। ২৫ দিন ধরে সঞ্জয় দত্তের প্রায় ২০০ ঘণ্টার ফুটেজ জমা করেছেন পরিচালক। যেখানে সঞ্জয় তাঁর জীবনপঞ্জি পরিচালককে অকপটে জানিয়েছেন। আর তার পরেই অভিজাত জোশী এবং রাজকুমার হিরানি লিখেছেন চিত্রনাট্য। শোনার পরে দুঃখের দৃশ্যগুলোতে সঞ্জয় দত্ত নাকি নিজেই হাউমাউ করে কেঁদে ফেলেছেন। ঠিক তেমনই হাসির দৃশ্যে প্রাণখোলা হাসিতে ফেটে পড়েছেন।

অভিনেত্রী দিয়া মির্জার টুইট

ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কপূর। সুনীল দত্তের ভূমিকায় দেখা যাবে পরেশ রাওয়ালকে। অনুষ্কা শর্মা ছবিতে এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন। আর সঞ্জয় দত্তের জীবনের এক নারীর ভূমিকায় অভিনয় করছেন সোনম কপূর। যদিও নার্গিসের ভূমিকায় কাকে দেখা যাবে সে বিষয়ে পরিচালক মুখ খোলেননি।

আরও পড়ুন- রণবীরের সঙ্গে সোনমের বিয়ে? কফি উইথ করণে করিনা বললেন...

Sanjay Dutt Dia Mirza Rajkumar Hirani Ranbir Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy