Advertisement
০২ মে ২০২৪

শুটিং চলবে, টালিগঞ্জে সমস্যা মেটাতে কমিটি

টিভি সিরিয়ালের শুটিং নিয়ে গোলমাল ঠেকাতে অবশেষে মাঠে নামল রাজ্য সরকার। কলাকুশলী ও প্রযোজকদের মধ্যে চাপান-উতোর মেটাতে এ বার রাজ্যের দুই মন্ত্রীকে রেখে একটি কমিটি গড়া হচ্ছে। বুধবার সন্ধ্যায় কলাকুশলী ও প্রযোজকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Cap সরকারি আশ্বাসেই দু’পক্ষ আলোচনা চলাকালীন শুটিং চালু রাখতে রাজি হয়েছে।

Cap সরকারি আশ্বাসেই দু’পক্ষ আলোচনা চলাকালীন শুটিং চালু রাখতে রাজি হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ০৩:৪২
Share: Save:

টিভি সিরিয়ালের শুটিং নিয়ে গোলমাল ঠেকাতে অবশেষে মাঠে নামল রাজ্য সরকার। কলাকুশলী ও প্রযোজকদের মধ্যে চাপান-উতোর মেটাতে এ বার রাজ্যের দুই মন্ত্রীকে রেখে একটি কমিটি গড়া হচ্ছে।

বুধবার সন্ধ্যায় কলাকুশলী ও প্রযোজকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়েছে, রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য-সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এবং শাসক দলের ঘনিষ্ঠ প্রযোজক শ্রীকান্ত মোহতা এই কমিটিতে থাকবেন। কলাকুশলী ও প্রয়োজকদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করবেন তাঁরা। এ যাত্রা, দু’পক্ষের সংঘাত, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজারদের ওভারটাইম না-দেওয়া নিয়ে। কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া-র দাবি, ১০ ঘণ্টা কাজের পরে এই ওভারটাইম দিতে হবে বলে আগেই চুক্তি হয়েছিল। তাঁদের অভিযোগ, এই দাবি কয়েক জন প্রযোজক মেটাচ্ছেন না। এই নিয়ে বিরোধের জেরে ফেডারেশনের অন্তর্গত প্রোডাকশন ম্যানেজারদের গিল্ড সপ্তাহ দুয়েক আগে ১০ ঘণ্টার শিফ্‌ট শেষে কাজ বন্ধ করে দেয়। পরের দিন, প্রযোজকদের সংগঠনের তরফেও শ্যুটিং বন্ধ রাখা হয়। এর পরেই রাজ্য সরকার এক সঙ্গে বসে বিষয়টি মিটিয়ে ফেলতে তৎপর হয়। সরকারি আশ্বাসেই দু’পক্ষ আলোচনা চলাকালীন শ্যুটিং চালু রাখতে রাজি হয়েছে। আরও দিন পনেরোর মধ্যে নবগঠিত কমিটি ওভারটাইম সমস্যা মেটাতে সক্রিয় হবে বলে ইন্ডাস্ট্রি সূত্রের খবর। সিরিয়ালগুলি যে টিভি চ্যানেলে দেখানো হয়, তাঁদের সঙ্গেও ওভারটাইম-সমস্যার সুরাহার জন্য কথা বলা হবে বলেও কলাকুশলী ও প্রযোজকেরা জানাচ্ছেন।

তবে অরূপ বিশ্বাস বা ইন্দ্রনীল সেন এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। শ্রীকান্ত মোহতা বলেন, ‘‘আমরা কলাকুশলী, প্রযোজক— সবার সঙ্গেই কথা বলব। খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করি, সব সমস্যা মিটে যাবে।’’

তবে প্রযোজক ও কলাকুশলীদের মধ্যে আরও নানা সমস্যা রয়েছে। কলাকুশলীদের সংগঠন বা ফেডারেশনের বিরুদ্ধে বার বারই ইমারতি কারবারের সিন্ডিকেট-এর ঢঙে টালিগঞ্জের সিনেমা বা টিভি সিরিয়ালের শ্যুটিং নিয়ন্ত্রণ করার অভিযোগ উঠেছে। কখনও কলকাতায়, কখনও বোলপুর বা লন্ডন কিংবা তুরস্কে কত জন কলাকুশলী কিংবা কোন কোন কলাকুশলীকে নিয়ে যাওয়া হবে এই নিয়ে ফেডারেশন ফরমান জারি করছে বলেও প্রয়োজকেরা সরব হয়েছেন।

সিনেমা বা সিরিয়ালের শ্যুটিং ব্যাহত হওয়ার বিষয়টি কোনও অবস্থাতেই তাঁর পছন্দ নয় বলে অবশ্য মুখ্যমন্ত্রী বার বার বার্তা দিয়েছেন। ফেডারেশনের সভাপতি তথা মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস বলেন, ‘‘আমরা শ্যুটিং বন্ধ না-রেখেই আলোচনা চালাব। আশা করি দ্রুত সব মিটে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Serial State government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE