আগুন ঝরালেন শ্রুতি দাস। খোলা চুল। ঊর্ধ্বাঙ্গ ঢাকা ঢিলেঢালা জামায়। কোমরে ছোট স্কার্ট। পায়ে স্টিলেটো। সব মিলিয়ে লাস্যময়ী তিনি। এই সাজে ২০২২-এর প্রথম দিনেই সপাটে ব্যঙ্গ করে সোচ্চার হলেন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর গান দিয়ে ফের বিতর্ক উসকে দিলেন। অভিনেত্রী কটাক্ষ ছুঁড়েছেন সেই সব পুরুষদের দিকে, যাঁরা মেয়েদের গায়ের রং, পোশাক নিয়ে সারা ক্ষণ নাক সিঁটকোতে ব্যস্ত!
২০২১ চলে গিয়েছে। অপমানগুলো যে রয়েই গিয়েছে। তাই যেন মনে করিয়ে দিলেন তিনি। একই সঙ্গে ভাল থাকার শপথও নিলেন। গানের তালে বার্তা দিলেন, আর কারওর কোনও কথা কানে তুলবেন না। পাত্তা দেবেন না কাউকে। কালো বলে কেউ তাঁকে কটাক্ষে বিঁধলে বয়েই যাবে তাঁর। ‘পুষ্পা’ তাঁকে নতুন মন্ত্রে দীক্ষিত করেছে, নিজেকে ভালবাসতে হবে। তা হলেই মুখ বন্ধ সবার।
দক্ষিণী ছবির পরে 'পুষ্পা'র গানও বাজারে হটকেক! ব্যবসার নিরিখে, জনপ্রিয়তায় হলিউডি ছবি ‘স্পাইডারম্যান’কে ঘোল খাইয়ে ছেড়েছে এই ছবিটি। এ বার সেই পথে হাঁটছে 'পুষ্পা'র গান ‘ও বলেগা ইয়া উঁহু বলেগা শালা’-ও। ‘পরম সুন্দরী’র মতোই এই গানের সঙ্গেও রিল ভিডিয়ো বানানোর হিড়িক বাড়ছে। সবার আগে সেই সুযোগ কাজে লাগিয়েছেন শ্রুতি। গানের তালে কখনও চুল সরিয়ে দেখিয়েছেন বক্ষদেশ! কখনও ক্যামেরার মুখোমুখি সাহসী ভঙ্গিতে।