Advertisement
E-Paper

বর্ষা এলেই চিন্তায় পড়ে যান ‘শুভ বিবাহ’র তেজ! অভিনেতা হওয়ার আগে বৃষ্টি এলেই কী সমস্যায় পড়তেন হানি?

বর্ষায় মেঘের খামখেয়ালিপনা লেগেই থাকে। এই সময়টা কেউ উপভোগ করেন, আবার কারও মনে হয় খুব বিরক্তিকর। তবে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে এই বৃষ্টিতেই প্রেমে মজল তেজ এবং সুধা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৮:৫৭
Shubho Bibaho serial actor Honey Bafna opens up about his feelings during monsoon

ছবি: সংগৃহীত।

কখনও আকাশের মুখ ভার, কখনও আবার রোদ ঝলমলে দিন। ভ্যাপসা গরম হোক বা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ুক, টেলিপাড়ার অভিনেতা, অভিনেত্রীদের নিস্তার নেই। আকাশে মেঘ থাকলেও চিত্রনাট্যের প্রয়োজনে দেখাতে হয় চারিদিকে তীব্র রোদ। আবার কখনও স্টুডিয়োয় তৈরি করতে হয় নকল বৃষ্টির দৃশ্য। এই যেমন ‘শুভ বিবাহ’ ধারাবাবিকে দর্শক সদ্য দেখলেন ‘রিমঝিম এ ধারাতে’ বিশেষ পর্ব। যেখানে ছোট পর্দার অনেক চেনামুখকে দেখা গিয়েছে একসঙ্গে। তবে মূল আকর্ষণ ছিল তেজ এবং সুধা। তাদের বিশেষ সমীকরণ দর্শকেরও নজর কেড়েছে। এ তো গেল ক্যামেরার সামনের কাহিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে বর্ষা, বৃষ্টি কতটা উপভোগ করেন অভিনেতা হানি বাফনা। দিনের প্রায় ১৪ ঘণ্টা কেটে যায় শুটিংয়েই। তাই গ্রীষ্ম, বর্ষা, শীত— ঋতু উপভোগ করার মতো সময় বা বিলাসিতা তাঁর নেই। তবে বর্ষাকাল এলে তাঁর পুরনো অনেক কথা মনে পড়ে যায়।

Shubho Bibaho serial actor Honey Bafna opens up about his feelings during monsoon

শুটিংয়ে ব্য়স্ত ‘শুভ বিবাহ’ ধারাবাবিকের কলাকুশলী। ছবি: সংগৃহীত।

অভিনেতা হওয়ার আগে মেডিক্যাল রিপ্রেজ়েন্টিটিভ হিসাবে বহু দিন কাজ করেছেন তিনি। বর্ষার কথা উঠতেই হানি বললেন, “আগে তো মেডিক্যাল রিপ্রেজ়েন্টিটিভ ছিলাম। তখন সারাক্ষণ বাইক নিয়ে ঘুরে ঘুরে কাজ ছিল। তাই বর্ষায় খুবই কষ্ট হত। আর তখন খালি ভগবানের কাছে প্রার্থনা করতাম যেন রাত ১১টা থেকে সকাল ৭টার মধ্যে যা বৃষ্টি হওয়ার হয়ে যাক।” নায়ক হওয়ার পরে পরিস্থিতি বদলে গিয়েছে। অনেক সময় নকল বৃষ্টিতেও ভিজতে হয় তাঁকে। এই যেমন কিছু দিন আগে বিশেষ পর্বের জন্যও করতে হয়েছে। তবে সবটাই পরতে পরতে উপভোগ করছেন তিনি।

Honey Bafna Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy