Advertisement
E-Paper

নোট বাতিল নিয়ে প্রথম ছবি বাংলাতেই তৈরি হল, নাম ‘শূন্যতা’

মেয়ে বাসির বিয়ের জন্য একটু একটু করে টাকা জমাচ্ছিলেন রানিগঞ্জের জনমজুর লক্ষ্মী। কোনও ব্যাঙ্কেই তাঁর কোনও অ্যাকাউন্ট ছিল না। মেয়ের বিয়ের বেনারসি শাড়িটা আগেভাগেই কিনে রেখেছিলেন। বাদ বাকি কেনাকাটা করতে বাজারে গিয়ে দেখেন ৫০০ ও হাজার টাকার নোটগুলো দোকানদারেরা ফিরিয়ে দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১২:২৭
আয়নায় দাঁড়িয়ে বাসি রোজ বিয়ের স্বপ্ন দেখে।

আয়নায় দাঁড়িয়ে বাসি রোজ বিয়ের স্বপ্ন দেখে।

মেয়ে বাসির বিয়ের জন্য একটু একটু করে টাকা জমাচ্ছিলেন রানিগঞ্জের জনমজুর লক্ষ্মী। কোনও ব্যাঙ্কেই তাঁর কোনও অ্যাকাউন্ট ছিল না। মেয়ের বিয়ের বেনারসি শাড়িটা আগেভাগেই কিনে রেখেছিলেন। বাদ বাকি কেনাকাটা করতে বাজারে গিয়ে দেখেন ৫০০ ও হাজার টাকার নোটগুলো দোকানদারেরা ফিরিয়ে দিচ্ছেন। সকলেই চিত্কার করছেন, ‘এই ৫০০, হাজার টাকার নোট এখন বাতিল।’ রোদ ঝলমলে আকাশে যেন বাজ পড়ে লক্ষ্মীর মাথায়।

ট্রলার মিস্ত্রীর কাছে নোট বাতিল যেন হাস্যকর।

৮ নভেম্বর, ২০১৬ আচমকাই প্রধানমন্ত্রী ৫০০-১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন। এ রকম অনেক লক্ষ্মী আর বাসিদের মাথাতেই বাজ পড়েছিল সে দিন। সেই সময় ব্যাঙ্ক আর এটিএমে চোখ গেলেই মানুষে ঠাসা লাইন। কিন্তু সেই সময়েই কলকাতার এক চিত্রপরিচালক ঠিক করে ফেলেছিলেন নোটবন্দিকে পর্দায় ফুটিয়ে তুলবেন। তড়িঘড়ি লেখক অনির্বান রায়চৌধুরীর তিনটে ছোট গল্পের ভিত্তিতে চিত্রনাট্যের খসড়া রচনা করাও শুরু করে দেন পরিচালক শুভেন্দু ঘোষ। মাত্র পাঁচ দিনের ব্যবধানে তৈরি করে ফেলেন ‘শূন্যতা’র স্ক্রিপ্ট। নোট বাতিল হওয়ার কাঁটায় কাঁটায় ১৮ দিনের মাথায় অর্থাৎ ২৬ নভেম্বর থেকে শুরু হয় ছবির শুটিং।

চিন্তিত মা, ছেলের অপারেশনের অর্থ যোগান নিয়ে।

ফল, চলতি বছরের ৩১ মার্চ কলকাতার বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘শূন্যতা’। ছবিতে নেই কোনও উজ্জ্বল তারকার উপস্থিতি। প্রযোজক উদয় সিংহ বলছেন, “রানিগঞ্জের আদিবাসী জনমজুরের জন্য কোনও তারকা আমাদের প্রয়োজন ছিল না। হুবহু ওইরকম দেখতে একজন দাপুটে অভিনেত্রীর দরকার ছিল।” তাঁর ইউ আর ফিল্মসের ব্যানারেই মুক্তি পাবে ‘শূন্যতা’। দেবেশ রায়চৌধুরী, সোমা চক্রবর্তী, দেবরঞ্জন নাগ, অরিন্দম বাগচি, স্বরলিপি পাখি, অনন্যা সেনগুপ্তরা ছবির এক একটা চরিত্র। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বভার সামলেছেন পিনাকী বসু। ইতিমধ্যেই গায়ক পটার গলায় ‘ক্ষ্যাপা বাউল’ গানটি ইউটিউবে জনপ্রিয় হয়েছে।

আরও পড়ুন- ‘এক সময় বহু অভিনেতা আমার সঙ্গে কাজ করতে রাজি হননি’

তিনটে সমান্তরালধর্মী গল্প এগিয়ে গিয়েছে ছবিতে। রানিগঞ্জের দিনমজুর লক্ষ্মীর মেয়ে বাসির বিয়ে। কাকদ্বীপের এক হাড় কিপটে মিস্ত্রির ট্রলার কেনার জন্য টাকা জমানো। আর ছেলের চিকিৎসার জন্য কলকাতায় আসা এক দম্পতি। নোট বাতিলের কোপে এঁরা কী কী বিপদের সম্মুখীন হয় তা নিয়েই মূলত এই ছবি। বাস্তবধর্মী এই ছবির জন্য একেবারেই স্টুডিওমুখী হননি পরিচালক। রানিগঞ্জ, কাকদ্বীপ আর কলকাতার এক বেসরকারি নার্সিংহোমেই বেশির ভাগ শুটিং করা হয়েছে ‘শূন্যতা’র। এমনকী সেটে অভিনেতা-অভিনেত্রীদের বিন্দুমাত্র মেক-আপ অবধি করতে দিতেন না শুভেন্দুবাবু।

দেখুন ভিডিও

পরিচালকের ইচ্ছা, মুখ্যমন্ত্রী একবার ছবিটা দেখুক। তবে কী এই ছবি কোনও রাজনৈতিক ইঙ্গিত বহন করছে? ৪২ বছরের শুভেন্দু ঘোষ বলছেন, “না! আমি একটা গল্প বলতে চেয়েছি। ডিমনিটাইজেশনের কোপে পড়ে ছাপোষা সাধারণ মানুষের দূরাবস্থার গল্প।” নিজের প্রথম ছবির জন্য দুবাইতে অনুষ্ঠিত গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিষেককারী পরিচালকের পুরষ্কার পেয়েছিলেন শুভেন্দু ঘোষ। তবে পরিচালকের নতুন এই ইন্ডিপেনডেন্ট ছবি দেখতে দর্শক হলমুখী হন কী না তাই এখন দেখার।

ছবি সূত্র: ‘শূন্যতা’ ফিল্ম ওয়েবসাইট।

Shunyota Bengali Film Tollywood Independent Film Demonetisation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy