আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড মিরর আয়োজিত তিন দিনব্যাপী সিলভারআই নর্থ আমেরিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এতে অন্তত ১১টি দেশের ২০টি শর্ট ফিল্ম ও দু’টি বিশেষ চলচ্চিত্র এবং নানা দেশের তিনটি নাটক প্রদর্শিত হবে। উৎসবে আমেরিকা, ভারত, বাংলাদেশ, ব্রিটেন-সহ বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্র বোদ্ধা, চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, অভিনয়শিল্পী ও সমালোচকরা অংশ নেবেন। পুরো উৎসবটি আইএমডিসি সিলভারস্ক্রিন ভার্চুয়াল মাল্টিপ্লেক্সে দেখা যাবে।
১৮ সেপ্টেম্বর উৎসবের উদ্বোধন করবেন নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল রণধীর জয়সওয়াল। উদ্বোধনী পর্বে অংশ নেবেন ভারতীয়-আমেরিকান ফিল্মমেকার মীরা নায়ার, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মার্কিন চলচ্চিত্র নির্মাতা অ্যান্ড্রে ওয়েস, থিয়েটার স্কলার ফার্লে রিচমন্ড এবং ইতালির পরিচালক অ্যান্টনিও তিবালদি।
উদ্বোধনী দিনে সাংস্কৃতিক পর্বে থাকবেন ওস্তাদ রশিদ খান এবং তাঁর পুত্র আরমান খানের ঘরোয়া যুগলবন্দি এবং বীরসা চট্টোপাধ্যায়ের জ্যাজ পরিবেশনা। এ ছাড়া ইন্দো-ওয়েস্টার্ন ডান্স গ্রুপ সাফেয়ার ক্রিয়েশনের নাচের পরিবেশনা থাকবে।