‘সিমরন’ নামটা বললেই ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র কাজলের কথা মনে পড়ে! রাজ আর সিমরনের সেই দুষ্টু-মিষ্টি প্রেম আজও রোম্যান্টিক সিনেমাপ্রেমীদের কাছে অসম্ভব প্রিয়। কিন্তু একটুও না বাড়িয়ে, সত্যি বলছি, এই সিমরনকে দেখলে আপনি ওই সিমরনকে ভুলে যেতেও পারেন!
আরও পড়ুন, বিগ বি-র কৌন বনেগা ক্রোড়পতি ৯-এর নতুন নিয়মাবলি জানেন তো?
ডিভোর্সী, খামখেয়ালি, ক্লেপটোম্যানিয়াক, গুজরাতি এক পাগল প্রেমিকার চরিত্রে একেবারে নতুন রূপে পর্দায় ফিরছেন কঙ্গনা রানাউত। তাঁর আগামী ছবি ‘সিমরন’-এর ট্রেলার মুক্তি পেয়েছে বুধবার। পরিচালক হনসল মেটা নিজেই টুইটারে সেই ট্রেলার শেয়ার করেছেন। ট্রেলার দেখে মনে হতে পারে, এই সিমরনের পাগলামি, কোথায় যেন শাহরুখের সিমরনকে একটু হলেও চ্যালেঞ্জ জানাচ্ছে।
আরও পড়ুন, সঞ্জয় দত্তকে এ কী বললেন রণবীর!
‘কুইন’-এ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা। ‘সিমরন’-এর ট্রেলারেও তাঁকে একাকী এক নারীর জীবনযুদ্ধের কাহিনির নায়িকা হিসেবে দেখা যাচ্ছে। নিজেই বলছেন, ‘‘আমি চোর, আমি জুয়ারি।’’ট্রেলারের ঝলক দেখে কিন্তু এককথায় বলা যায়, কঙ্গনা রানাউত ইজ ব্যাক। বিদেশের পটভূমিতে সহজ সরল জীবনে বিশ্বাসী এক জন নারীর লাইফস্টাইল দেখানো হয়েছে দু’মিনিট ছত্রিশ সেকেন্ডের এই ট্রেলারে। আর বোঝাই যাচ্ছে, ফিল্মে রয়েছে প্রচুর মজা, অ্যাডভেঞ্চার আর ‘সিমরন’-এর দুরন্ত অভিনয়।
'
The #Simran trailer. Smiles, fun and a slice of life. #PrafulPatel's journey brought to life by #KanganaRanaut https://t.co/5JanRSSAnO
— Hansal Mehta (@mehtahansal) August 8, 2017
‘মণিকর্ণিকা’র সেটে জখম হওয়ার পর এখন ভালই আছেন কঙ্গনা। ট্রেলার রিলিজ অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন নায়িকা। ‘সিমরন’ মুক্তি পাবে আগামী ১৫ সেপ্টেম্বর।