মোক্ষম জবাব!
জনপ্রিয় এক গায়িকাকে নগ্ন ছবি পাঠাতে বললেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় গায়িকা শেয়ার করলেন সেই পোস্ট। দিলেন মোক্ষম জবাব।
চিন্ময়ী শ্রীপদা, দক্ষিণ ভারতীয় এই গায়িকা বলিউডে ছবিতেও গান গেয়েছেন। বেশ জনপ্রিয় তিনি শ্রোতাদের মধ্যে। তামিল ছবির জগতে #মিটু আন্দোলনের সময় প্রতিবাদের মুখ ছিলেন তিনি। ভৈরামাথু, রাধা দেবী-সহ একাধিক ব্যক্তির নাম জড়িয়েছিল এই বিতর্কে।
আরও পড়ুন: আটের দশকের ‘পারফেক্ট বিউটি’ বলি নায়িকা, সানি দেওলের সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’, সেই অভিনেত্রী এখন...
প্রতিবাদী চরিত্রের কারণে বেশ কিছু জায়গায় কাজ হারিয়েছিলেন চিন্ময়ী, তবুও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বার বার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। এক ব্যক্তি চিন্ময়ীকে মেসেজ করেছিলেন, তাঁর নগ্ন ছবি পাঠাতে বলে, পরিবর্তে সেই ব্যক্তিকে এমন জবাব দিলেন চিন্ময়ী, যা দেখে নেটিজেনদের অনেকেই অবাক হয়ে গিয়েছেন।
আরও পড়ুন: ঋষি কপূর, আমির-প্রসেনজিৎদের নায়িকা বলিউডের এই ডাকসাইটে সুন্দরী এখন কী করছেন?
ওই ব্যক্তির মেসেজ ও চিন্ময়ীর উত্তর একটি স্ক্রিনশটে পোস্টও করেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’ গায়িকা। টুইটারে সেই স্ক্রিনশটে দেখা গিয়েছে, ব্যক্তির ‘ন্যুড’ ছবি পাঠানোর প্রত্যুত্তরে গায়িকা বেশ কিছু ন্যুড লিপস্টিকের শেড পাঠিয়ে দিয়েছেন, যেগুলি তাঁর বেশ পছন্দের।
In the meanwhile.. for some entertainment pic.twitter.com/JwarkEaKDz
— Chinmayi Sripaada (@Chinmayi) May 20, 2019
বলিউডে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছাড়াও ‘হাসি তো ফাসি’ ছবিতেও জনপ্রিয় হয়েছিল চিন্ময়ীর গান।