ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সরাসরি পাকিস্তানকে সমর্থন করছে তুরস্ক। তার পরে তুরস্কের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ) সম্পূর্ণ ভাবে তুরস্ককে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ বার তুরস্কের থেকে লোভনীয় প্রস্তাব পেয়েও বড় সিদ্ধান্ত নিলেন রাহুল বৈদ্য।
তুরস্কের অন্তল্যে একটি বিয়েবাড়িতে গান গাওয়ার প্রস্তাব পেয়েছিলেন রাহুল। বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা আগামী ৫ জুলাই। এই অনুষ্ঠানে গান গেয়ে ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক পাওয়ার কথা ছিল রাহুলের। কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। পাকিস্তানকে সমর্থন করার জন্যই তুরস্কে অনুষ্ঠানের প্রস্তাব ফেরান তিনি। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রাহুল বলেছেন, “এই প্রস্তাব সত্যিই লোভনীয় ছিল। কিন্তু দেশের আগে কাজ, অর্থ ও খ্যাতি কিছুই আসতে পারে না। এমনকি ৫০ লক্ষের বেশি দিতেও ওরা রাজি ছিল। কিন্তু আমি স্পষ্ট করে বলে দিয়েছি, বিষয়টা অর্থের সঙ্গে সম্পর্কিত নয়।”
আরও পড়ুন:
রাহুল আরও বলেন, “বিষয়টা অর্থের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যক্তি আমি অথবা আমার ব্যক্তিগত কোনও বিষয় নয়। এটা দেশের বিষয়। এই সময়ে আমাকে দেশের সঙ্গেই থাকতে হবে।” ভারত-বিরোধী কোনও দেশে যেতে ইচ্ছুক নন রাহুল। তিনি বলেছেন, “আমার দেশের ও আমার দেশবাসীর বিরোধিতা যারা করবে আমার কাছে তাদের কোনও জায়গা নেই।”
অভিনেতা, শিল্পী, পরিচালক, কলাকুশলীদের তৈরি এই সংগঠন এআইসিডব্লিউএ সিদ্ধান্ত নিয়েছে, ভারতের কোনও ছবির শুটিং আর ওই দেশে করা হবে না। শুধু ছবি নয়, কোনও রকম শুটিং বা বিনোদন সংক্রান্ত কোনও কাজই তুরস্কে আর করা হবে না। এই উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন করার জন্য এবং ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এআইসিডব্লিউএ।