বলিউডে এক সময় ‘ক্যসানোভা’ তকমা পেয়েছিলেন রণবীর কপূর। দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু করে ক্যাটরিনা কইফ, প্রথম সারির বহু অভিনেত্রীর সঙ্গেই নাম জড়িয়েছিল অভিনেতার। তার পরে তাঁর জীবনে আসেন আলিয়া ভট্ট। সেই সম্পর্ক অবশ্য প্রেম থেকে ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছয়। কিন্তু একমাত্র অনুষ্কা শর্মার সঙ্গে অতি ঘনিষ্ঠ হতে পারেননি রণবীর! বলা ভাল, প্রথম থেকেই বলিউডের ‘ক্যাসানোভা’কে বন্ধু তকমা দিয়ে রেখেছিলেন তিনি।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে জুটি বেঁধেছিলেন রণবীর ও অনুষ্কা। রণবীর সম্পর্কে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে অনুষ্কা বলেছিলেন, “ওকে তো ছবিতেও আমি ‘ফ্রেন্ডজ়োন’ করে দিয়েছি।” কিন্তু রণবীরের নাকি মনে মনে অনুষ্কাকে চুম্বন করার বাসনা তৈরি হয়েছিল। রণবীর নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অনুষ্কা ও ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে চুম্বন দৃশ্য ছিল রণবীরের। দুই নায়িকার মধ্যে ভাল চুমু কে খায়? সাক্ষাৎকারে প্রশ্ন করেছিলেন কর্ণ জোহর। দু’বার না ভেবে অনুষ্কার নাম নিয়েছিলেন রণবীর। তিনি বলেছিলেনে, “আমি সত্যিই অনুষ্কাকে আরও বেশি চুমু খেতে চাইছিলাম।”
আরও পড়ুন:
অনুষ্কা ভাল চুমু খেতে পারেন বলে বিরাটকে সৌভাগ্যবানও বলেছিলেন রণবীর। যদিও সেই পুরনো সাক্ষাৎকারে সরাসরি বিরাটের নাম তিনি নেননি। মজা করেই বলেছিলেন, “অনুষ্কা দারুণ চুমু খায়। একজন কিন্তু খুব সৌভাগ্যবান।” সেই সময়ে বিরাট ও অনুষ্কা সম্পর্কে ছিলেন। কিন্তু নিজেদের মধ্যে তখনও সম্পর্কের কথা গোপন রেখেছিলেন। ২০১৭ সালের ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন বিরুষ্কা।