লেভেল ক্রসিং পারাপার করার সময় পণ্যবাহী গাড়ির ধাক্কায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিট নাগাদ ট্রেন আসার ঠিক আগেই আকরা রোডের রেলগেট নামানোর সময় একটি পণ্যবাহী গাড়ি সজোরে রেলগেটে ধাক্কা মারে। এর জেরে রেলগেট ভেঙে পড়ে এবং বৈদ্যুতিক তারও ছিঁড়ে যায়। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ওই শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। দীর্ঘ ক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশন চত্বরে যাত্রীদের ভিড় বাড়তে থাকে এবং উত্তেজনাও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় রেল পুলিশ ও মহেশতলা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে।