Small Screen Star Mahi Vij and Her Husband Jay Bhanushali welcome Their Baby Girl dgtl
দত্তক নিয়েছিলেন আগেই, এ বার কন্যাশিশুর জন্ম দিলেন ছোটপর্দার এই জনপ্রিয় তারকা
‘বালিকা বধূর’ পাশাপাশি ‘লাগি তুঝসে লগন’ সিরিয়ালেও মাহির অভিনয় জনপ্রিয় হয়েছিল। জয় এখন বাচ্চাদের গানের রিয়েলিটি শো ‘সুপারস্টার সিঙ্গার’ সঞ্চালনা করছেন। তাঁরা দু’জনে ২০১৩ সালে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে জয়ী হন। আপাতত ছোটপর্দার এই তারকা দম্পতি ব্যস্ত সদ্যোজাত কন্যার যত্ন-আত্তিতে।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৯ ১৭:৩২
ছোটপর্দার এই তারকা দম্পতি ব্যস্ত সদ্যোজাত কন্যার যত্ন-আত্তিতে। ছবি : সোশ্যাল মিডিয়া।
মা হলেন ‘বালিকা বধূ’ সিরিয়ালের অভিনেত্রী মাহি ভিজ। সম্প্রতি তিনি কন্যাশিশুর জন্ম দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের সদ্যোজাত সন্তানের ছবি দিয়েছেন মাহি এবং তাঁর স্বামী জয় ভানুশালী।
মাহি এবং জয় বিয়ে করেছিলেন ২০১০ সালে। দাম্পত্যের ন’বছরে তাঁদের সংসারে নতুন অতিথি এল। অন্তঃসত্ত্বা মাহির যাতে কোনও অসুবিধে না হয়, সে দিকে আগাগোড়া খেয়াল ছিল জয়ের। হাসিমুখে মাহির ফুট মাসাজও করে দিয়েছিলেন তিনি।
নতুন মা মাহি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এ বার তাঁরা সম্পূর্ণ হলেন। ঈশ্বরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, জীবনের সেরা বন্ধু, মেয়েকে পেয়ে গিয়েছেন। এই বন্ধু তাঁর জীবনকে পাল্টে দিয়েছে।