ফের অভিনয়ে পা রাখছেন স্মৃতি ইরানি। এক সময়ে ছোট পর্দা জুড়ে ছিল তাঁরই আধিপত্য। নির্দিষ্ট সময়ে ধারাবাহিক প্রেমীদের ঘরে জায়গা করে নিত ‘কিউঁকি সাঁস ভি কভি বহু থি’র তুলসী। এই চরিত্রে অভিনয় করতেন স্মৃতি ইরানি। সেই চরিত্রেই তাঁকে ফিরিয়ে আনছেন একতা কপূর। ধারাবাহিকের শুটিং-ও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। শুটিং-এ নিরাপত্তার কথা বিশেষ ভাবে মাথায় রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
তুলসীর স্বামীর চরিত্র অর্থাৎ মিহিরের ভূমিকায় আগের মতোই ফের অমর উপাধ্যায়কেই দেখা যাবে। এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্মৃতির জন্য শুটিংয়ে থাকবে বিশেষ নিরাপত্তা। শুটিং-এর সকল কলাকুশলীদের কড়া বিধিনিষেধ মেনে চলতে হবে। কলাকুশলীদের ফোনও ট্যাপ করা হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
পুরনো ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’ খুব অল্প দিনের জন্য ২০০০ পর্ব পূর্ণ করতে পারেনি। বাকি ছিল মাত্র ১৫০টি পর্ব। তাই এই নতুন সংস্করণে কেবল ১৫০ পর্বই থাকবে বলে প্রযোজক জানিয়েছিলেন। পুরনো ধারাবাহিকটি টানা আট বছর চলেছিল। সেই সময়ে ধারাবাহিকটি নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর। স্মৃতি ছাড়াও অভিনয় করেছিলেন রণিত রায়, অমর উপাধ্যায়, হিতেন তেজওয়ানি, মৌনী রায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও গুরুত্বপূর্ণ নাম স্মৃতি ইরানি। গত কয়েক বছর নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারে কেন্দ্রীয় মন্ত্রীর পদও সামলেছেন। কিন্তু ২০২৪ সালে অমেঠি লোকসভা কেন্দ্রে তিনি হেরেছেন কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মার কাছে। তার পর থেকে রাজনীতির ময়দানে খানিকটা গরহাজির তিনি। তাই কি ফের অভিনয়ে মন দিচ্ছেন স্মৃতি? সেই প্রশ্নও উঠছে।