দেবীপক্ষে মেয়ের জন্ম। কন্যাসন্তানের মা হলেন সোহা। টুইট করে আনন্দের খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন স্বামী কুণাল খেমু। শুক্রবার মেয়ের জন্ম দিয়েছেন পটৌডি-কন্যা সোহা আলি খান। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সুস্থ রয়েছেন নতুন মা ও কন্যাসন্তান। দুই পরিবারে এখন সেলিব্রেশন টাইম!
কুণাল টুইটারে লিখেছেন, ‘‘এমন একটি পবিত্র দিনে মেয়ের জন্ম…সকলকে ধন্যবাদ ভালবাসা ও আশীর্বাদের জন্য।’’ প্রথম সন্তান হওয়ার খুশি যে নতুন অভিভাবক-দম্পতি ধরে রাখতে পারছেন না তা আর বলার অপেক্ষা রাখে না।
&
We are over the moon to share we have been blessed with a beautiful baby girl on this auspicious day Thank you for the love&blessings
— kunal kemmu (@kunalkemmu) September 29, 2017
আরও পড়ুন, আগামী দু’বছরের মধ্যে বাবা হচ্ছেন সলমন?
আরও পড়ুন, ‘দশমীর দিনে আগমন’
অন্তঃস্বত্ত্বা হওয়ার পর থেকেই নিজের ‘বেবি বাম্প’-এর বিভিন্ন ছবি শেয়ার করেছিলেন সোহা। তাঁর প্রেগনেন্সির ডায়েট এবং জিম সেশনেরও ছবি পোস্ট করেছিলেন নায়িকা। বউদি করিনা কপূর খান এক বছর আগেই মা হয়েছেন। তাই তিনিও নাকি সোহাকে বিভিন্ন প্রেগন্যান্সি টিপস দিয়েছিলেন।
কয়েকদিন আগে করিনার জন্মদিনেও স্বামী কুণালের সঙ্গে গিয়েছিলেন সোহা। তাঁর বেবি শাওয়ারের ছবিও পোস্ট হয়েছিল সোশ্যাল সাইটে।
বহুদিন প্রেমের সম্পর্কে থাকার পর, ২০১৪ সালে প্যারিসে শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পটৌডির মেয়ে সোহাকে প্রোপোজ করেন কুণাল। পেশায় দু’জনেই বলিউডের অভিনেতা এর পর ২০১৫-র জানুয়ারিতে বিয়ে করেন তাঁরা। তাঁদের প্রথম সন্তান হওয়ার খবরে নতুন অভিভাবকদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সেলেব্রিটিরা।