Advertisement
E-Paper

মে মাসেই বিয়ে সোনম-আনন্দের? এ বারও কি ডেস্টিনেশন ওয়েডিং?

মাত্র তিন মাস আগেই ইতালিতে চুপিসাড়ে ডেস্টিনেশন ওয়েডিং সেরে চমকে দিয়েছিলেন বিরাট কোহালি আর অনুষ্কা শর্মা। সেই বিয়ের মুগ্ধতার রেশ কাটতে না কাটতেই এ বার জোর জল্পনা বলিউডের আরও এক অভিনেত্রীর বিয়ে নিয়ে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৮ ১৫:২০
ব্রাইডাল ফোটোশুটের ছবি।

ব্রাইডাল ফোটোশুটের ছবি।

মাত্র তিন মাস আগেই ইতালিতে চুপিসাড়ে ডেস্টিনেশন ওয়েডিং সেরে চমকে দিয়েছিলেন বিরাট কোহালি আর অনুষ্কা শর্মা। সেই বিয়ের মুগ্ধতার রেশ কাটতে না কাটতেই এ বার জোর জল্পনা বলিউডের আরও এক অভিনেত্রীর বিয়ে নিয়ে। শোনা যাচ্ছে, আগামী মে মাসেই নাকি বাঁধা পড়তে চলেছেন সোনম কপূর। আর বলিউড ফ্যাশনিস্তার পছন্দের ডেস্টিনেশন নাকি হতে চলেছে জেনিভা। পাত্র দিল্লির মাল্টি ব্র্যান্ড স্নিকার বুটিক ‘ভেজ নন ভেজ’-এর কর্ণধার আনন্দ আহুজা। ‘ভেন’ নামের একটি পোশাকের ব্র্যান্ডও রয়েছে তাঁর। যদিও ইনস্টাগ্রামের দৌলতে আনন্দ আর অপরিচিত মুখ নন।

মুম্বই মিরর-এ প্রকাশিত খবর অনুযায়ী ওয়েডিং প্ল্যানারদের টিম জানিয়েছে, বিয়ের দিন ও জায়গা সবই চূড়ান্ত করে ফেলেছে দুই পরিবার। মে মাসের ১১-১২ তারিখেই সম্ভবত চার হাত এক হতে চলেছে। মেয়ের বিয়ে বলে কথা! তাই নিজেই দায়িত্ব নিয়ে নিমন্ত্রিতদের জন্য ফ্লাইট বুকিংও শুরু করে দিয়েছেন অনিল কপূর। দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে এনগেজমেন্টের পর হিন্দু মতে বিয়ে হওয়ার কথা সোনম-আনন্দের। বলিউডি স্টাইলে সঙ্গীত, মেহন্দির অনুষ্ঠানও হবে। তবে বিয়ের আসর ঠিক কোথায় বসতে চলেছে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

বলিউড ফ্যাশনে বিপ্লব নিয়ে আসা সোনমের বিয়ের পোশাক নিয়েও স্বাভাবিক ভাবেই উত্তেজনা চরমে। শোনা যাচ্ছে সোনমের প্রিয় ডিজাইনার আবু জানি-সন্দীপ খোসলাই সেই গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। ব্রিটিশ ডিজাইনার তামারা র‌্যালফ ও মাইকেল রুসোও পেয়েছেন দায়িত্ব।

A post shared by sonamkapoor (@sonamkapoor) on

কোনও দিনই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা পছন্দ করেন না সোনম। ২০১০-এ কফি উইথ কর্ণ-তেও সরাসরি জানিয়ে দিয়েছিলেন সে কথা। তাই ইনস্টাগ্রাম দু’জনের ছবিতে ভরে উঠলেও মুখে কখনই আনন্দের সঙ্গে সম্পর্কের বিষয়ে কিছু বলতে শোনা যায়নি সোনমকে। চলতি বছরের জানুয়ারিতে আনন্দের মায়ের সঙ্গে কলকাতার সেলিব্রিটি জুয়েলারি ডিজাইনার রাজ মাথানির স্টুডিওতে বিয়ের গয়নার শপিং করতে গিয়ে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে গেলেও সোনম বলেছিলেন, আমার ১০ বছরের কেরিয়ারে কোনও দিন ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলিনি, আজও বলব না।

আরও পড়ুন: ‘নায়িকাদের ব্যক্তিগত জীবনে এত আগ্রহ কেন?’

আরও পড়ুন: নতুন বছরেই হয়তো গাঁটছড়া বাঁধছেন সোনম

২০১৬ সালে প্রথম এক সঙ্গে দেখা যায় সোনম-আনন্দকে। এরপর কখনও লন্ডন, কখনও নিউ ইয়র্কে ছুটি কাটানোর ছবি, একে অপরের পোস্টে দিলখোলা কমেন্টস, ‘এভরিডে ফেনোমেনাল’-এর মতো রোম্যান্টিক হ্যাশট্যাগ-ই বলে দেয় ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না চাইলেও খুল্লাম খুল্লা প্রেমেই বিশ্বাসী সোনম। গত বছর সোনমের জন্মদিনে দিল্লিতে বার্থডে পার্টিও দিয়েছিলেন আনন্দ। সেই ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেন তাঁরা। এ ছাড়াও একে অপরের সাফল্যে সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট নোট শেয়ার করা তো রয়েছেই। ‘নীরজা’র জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া বা ব্রাই়ডাল ম্যাগাজিনের ফোটোশুট, যে কোনও সাফল্যেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আনন্দ। সোনম কার্পণ্য করেননি বয়ফ্রেন্ডের সাফল্যে তাঁর মুগ্ধতা প্রকাশে। সব মিলিয়ে বলিউডের ফ্যাশনিস্তা যেন প্রেমটাও করেন তাঁর নিজস্ব স্টাইলেই।

Sonam Kapoor Anand Ahooja Bollywood Destination Wedding Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy