Advertisement
২৫ এপ্রিল ২০২৪
sonam kapoor

দুধসাদা শয়নকক্ষ থেকে ছিমছাম রান্নাঘর, সোনম কপূরের অন্দরমহলের ছবি তাক লাগিয়ে দেবে

আনন্দ-সোনমের প্রশস্ত শোওয়ার ঘরের থিম সাদা। শোনা যায়, অভিনেত্রীর পছন্দমতোই শয়নকক্ষের থিম মোনোক্রোম্যাটিক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুন ২০২০ ০৮:২৬
Share: Save:
০১ ১৫
দিল্লিতে বিলাসবহুল বাড়িতে দিন কাটাচ্ছেন গৃহবন্দি সোনম।

দিল্লিতে বিলাসবহুল বাড়িতে দিন কাটাচ্ছেন গৃহবন্দি সোনম।

০২ ১৫
সেই বাড়ির বিভিন্ন অংশের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলি নায়িকা।

সেই বাড়ির বিভিন্ন অংশের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলি নায়িকা।

০৩ ১৫
নয়াদিল্লির গল্ফ লিঙ্কস এলাকায় প্রাসাদোপম এই বাড়িতেই পরিজনদের সঙ্গে শৈশব কেটেছে সোনমের স্বামী আনন্দ আহুজার।

নয়াদিল্লির গল্ফ লিঙ্কস এলাকায় প্রাসাদোপম এই বাড়িতেই পরিজনদের সঙ্গে শৈশব কেটেছে সোনমের স্বামী আনন্দ আহুজার।

০৪ ১৫
২০১৮ সালে তাঁর সঙ্গে বিয়ে হয় সোনমের। তার পর থেকে এটা অনিলকন্যারও বাড়ি।

২০১৮ সালে তাঁর সঙ্গে বিয়ে হয় সোনমের। তার পর থেকে এটা অনিলকন্যারও বাড়ি।

০৫ ১৫
আনন্দ-সোনমের প্রশস্ত শোওয়ার ঘরের থিম সাদা। শোনা যায়, অভিনেত্রীর পছন্দমতোই শয়নকক্ষের থিম মোনোক্রোম্যাটিক।

আনন্দ-সোনমের প্রশস্ত শোওয়ার ঘরের থিম সাদা। শোনা যায়, অভিনেত্রীর পছন্দমতোই শয়নকক্ষের থিম মোনোক্রোম্যাটিক।

০৬ ১৫
উডেন মোজাইক ফ্লোরের সঙ্গে মানানসই তাঁদের কেতাদুরস্ত খাট-ও। দেখলে মনে হয় যেন রূপকথার পাতা থেকেই উঠে এসেছে কোনও রাজকন্যার মনোরম শয্যা।

উডেন মোজাইক ফ্লোরের সঙ্গে মানানসই তাঁদের কেতাদুরস্ত খাট-ও। দেখলে মনে হয় যেন রূপকথার পাতা থেকেই উঠে এসেছে কোনও রাজকন্যার মনোরম শয্যা।

০৭ ১৫
শোওয়ার ঘরে যাতে আলো বাতাসের অভাব না হয়, তার জন্য রাখা হয়েছে ফ্লোর টু সিলিং উন্মুক্ত জানালা। চোখ রাখলেই দেখা যায় বাড়ির সবুজ বাগান।

শোওয়ার ঘরে যাতে আলো বাতাসের অভাব না হয়, তার জন্য রাখা হয়েছে ফ্লোর টু সিলিং উন্মুক্ত জানালা। চোখ রাখলেই দেখা যায় বাড়ির সবুজ বাগান।

০৮ ১৫
ভারী আসবাবপত্রের বদলে আনন্দ ও সোনম ভালবাসেন ছিমছাম আসবাব।

ভারী আসবাবপত্রের বদলে আনন্দ ও সোনম ভালবাসেন ছিমছাম আসবাব।

০৯ ১৫
ট্রেন্ডি বুক শেল্ফ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দম্পতির পছন্দের বই।

ট্রেন্ডি বুক শেল্ফ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দম্পতির পছন্দের বই।

১০ ১৫
শোওয়ার ঘরের মতো আনন্দের কাজের জায়গাতেও আলো বাতাসের অভাব নেই। তিন পাল্লার দরজার বাইরে প্রশস্ত সবুজ।

শোওয়ার ঘরের মতো আনন্দের কাজের জায়গাতেও আলো বাতাসের অভাব নেই। তিন পাল্লার দরজার বাইরে প্রশস্ত সবুজ।

১১ ১৫
কাজ করতে করতে ক্লান্ত লাগলে আনন্দ গড়িয়ে নিতে পারেন মনোরম অ্যাপহোলস্ট্রিতে সাজানো আরামকেদারায়। অথবা ঘরের নিভৃতকোণে বইয়ের সঙ্গে কাটাতে পারেন অবসর।

কাজ করতে করতে ক্লান্ত লাগলে আনন্দ গড়িয়ে নিতে পারেন মনোরম অ্যাপহোলস্ট্রিতে সাজানো আরামকেদারায়। অথবা ঘরের নিভৃতকোণে বইয়ের সঙ্গে কাটাতে পারেন অবসর।

১২ ১৫
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সোনম তাঁর শাশুড়িকে চমকে দিয়েছিলেন সারপ্রাইজ গিফ্টে। সেই ছবিতে দেখা যাচ্ছে আনন্দের মা প্রিয়া দাঁড়িয়ে আছেন সুসজ্জিত লিভিংরুমে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সোনম তাঁর শাশুড়িকে চমকে দিয়েছিলেন সারপ্রাইজ গিফ্টে। সেই ছবিতে দেখা যাচ্ছে আনন্দের মা প্রিয়া দাঁড়িয়ে আছেন সুসজ্জিত লিভিংরুমে।

১৩ ১৫
বাড়ির রান্নাঘর সাজানো আধুনিক সাজসরঞ্জামে। তবে গৃহসজ্জায় কোথাও তারকাসুলভ বাহুল্য নেই। আখরোট রঙা রান্নাঘরের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছে সাদাকালোর মোটিফ। মাঝে মাঝেই রান্নাঘরে শখের রেসিপি ট্রাই করেন সোনম।

বাড়ির রান্নাঘর সাজানো আধুনিক সাজসরঞ্জামে। তবে গৃহসজ্জায় কোথাও তারকাসুলভ বাহুল্য নেই। আখরোট রঙা রান্নাঘরের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছে সাদাকালোর মোটিফ। মাঝে মাঝেই রান্নাঘরে শখের রেসিপি ট্রাই করেন সোনম।

১৪ ১৫
আহুজা দম্পতির বাড়ির অন্যতম বৈশিষ্ট্য বড় বাগান। অবশ্য শুধু বাগান বললে ভুল হবে। অলস পদচারণার পাশাপাশি সেখানে মজুত শরীরচর্চার সব উপকরণও।

আহুজা দম্পতির বাড়ির অন্যতম বৈশিষ্ট্য বড় বাগান। অবশ্য শুধু বাগান বললে ভুল হবে। অলস পদচারণার পাশাপাশি সেখানে মজুত শরীরচর্চার সব উপকরণও।

১৫ ১৫
বাগানে যোগাভ্যাস করেন আনন্দ আহুজা। সেখানে রয়েছে বাস্কেটবল কোর্ট-ও। প্রায়ই খেলতে দেখা যায় আনন্দ এবং তাঁর ভাই অনন্ত আহুজাকে।

বাগানে যোগাভ্যাস করেন আনন্দ আহুজা। সেখানে রয়েছে বাস্কেটবল কোর্ট-ও। প্রায়ই খেলতে দেখা যায় আনন্দ এবং তাঁর ভাই অনন্ত আহুজাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE