Advertisement
২০ এপ্রিল ২০২৪

জাদুসম্রাটের বায়োপিক

হলিউডে যে ভাবে বার বার ম্যাজিশিয়ানরা ছবির বিষয় হয়ে উঠেছেন, আমাদের দেশে তেমনটা হয়নি বললেই চলে। যদি কিংবদন্তি-জাদুকর হ্যারি হুডিনির কথাই ধরা যায়, দেখা যাবে, মিনি-সিরিজ থেকে পূর্ণ দৈর্ঘ্যের ছবি— কী নির্মিত হয়নি তাঁকে নিয়ে! তাঁকে বাদ দিলেও, আদিকাল থেকেই পশ্চিমি সিনেমার একটা কমন থিম হয়ে থেকেছে জাদুকর এবং জাদু। অথচ, ‘জাদুর দেশ’ ভারতেই ব্যাপারটা একটু অবহেলিত। এই শূন্যতাকে মাথায় রেখেই কি পরিচালক সৌমিক সেন জাদু-সম্রাট পি সি সরকারের বায়োপিক তোলার সিদ্ধান্ত নিয়েছেন?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০০:০১
Share: Save:

হলিউডে যে ভাবে বার বার ম্যাজিশিয়ানরা ছবির বিষয় হয়ে উঠেছেন, আমাদের দেশে তেমনটা হয়নি বললেই চলে। যদি কিংবদন্তি-জাদুকর হ্যারি হুডিনির কথাই ধরা যায়, দেখা যাবে, মিনি-সিরিজ থেকে পূর্ণ দৈর্ঘ্যের ছবি— কী নির্মিত হয়নি তাঁকে নিয়ে! তাঁকে বাদ দিলেও, আদিকাল থেকেই পশ্চিমি সিনেমার একটা কমন থিম হয়ে থেকেছে জাদুকর এবং জাদু। অথচ, ‘জাদুর দেশ’ ভারতেই ব্যাপারটা একটু অবহেলিত। এই শূন্যতাকে মাথায় রেখেই কি পরিচালক সৌমিক সেন জাদু-সম্রাট পি সি সরকারের বায়োপিক তোলার সিদ্ধান্ত নিয়েছেন?

মাধুরী দীক্ষিত, জুহি চাওলা অভিনীত ‘গুলাব গ্যাং’ ছবির পরিচালক সৌমিক এই ছবিতে বিশ্ববিখ্যাত জাদুকরের জীবনের অজানা কিছু অধ্যায়কে তুলে ধরছেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন। এখনও পর্যন্ত ছবির কাস্টিং হয়নি। তবে নামভূমিকায় অক্ষয়কুমার থাকতে পারেন বলে একটা মৃদু গুঞ্জন বাজারে শুরু হয়েছে। সৌমিক আরও জানিয়েছেন, কিশোরকুমারের জীবন নিয়ে একটি ছবির চিত্রনাট্যের কাজ তিনি শুরু করেছেন। সে ছবিটি পরিচালনা করবেন অনুরাগ বসু। কিশোরকুমারের ভূমিকায় দেখা যাবে রণবীর কপূরকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE