চারিদিক সাজানো ফুলে। পরনে পাঞ্জাবি, একেবারে নতুন বরের সাজে সেজেছেন ছোটপর্দার ‘প্লুটো’। অভিনেতা পার্থ বেরাকে এই মুহূর্তে দর্শক ‘প্লুটো’ নামেই চেনেন। চিত্রনাট্য অনুসারে, তাঁর চরিত্রের মৃত্যু হলেও পার্থকে নিয়ে দর্শকের কৌতূহল তৈরি হয়েছে। সম্প্রতি পার্থর সঙ্গে একটি বিশেষ ছবি ভাগ করে নেন অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী। তার পর থেকে নানা জনের নানা মন্তব্য ছড়িয়ে পড়েছে।
ছবিটি ভাগ করে নিয়ে বর্ণিনী লেখেন, “আইবুড়োভাত খেয়েই ফেললাম।” তবে কি এ বার বর্ণিনীর সঙ্গে সম্পর্কে জড়ালেন পার্থ? কেউ লিখেছেন , “এই জন্যই প্লুটো মারা গিয়েছে।” আবার অনেকে শুভেচ্ছাও জানিয়েছে অভিনেতাকে। যদিও এই প্রসঙ্গে কোনও কথা বলতে রাজি নন অভিনেতা। টলিপাড়ার অন্দরের ফিসফাস দু’জনে কোনও এক বিশেষ ফটোশুট করেছিলেন। সেখানেরই ছবি এটা। মেদিনীপুরের ছেলে পার্থকে নিয়ে দর্শকমনে কৌতূহল বেড়েছে।
প্রসঙ্গত, মেদিনীপুর থেকে কলকাতায় আসাই একটা বড় ব্যাপার ছিল অভিনেতার জন্য। সেখানে, তাঁর অভিনীত চরিত্র এত আলোচিত হবে তা তিনি ভাবতেই পারেননি। প্রথম ২০২১ সালে কাজের জন্য কলকাতায় আসা পার্থর। এর আগে মেদিনীপুরেই কলেজ শেষ করেছেন। ‘এডুকেশন’ নিয়ে স্নাতক পাশ করেছেন তিনি। পরিবারে রয়েছেন মা-বাবা, বোন। বাবার ব্যবসা আছে। অভিনয়ের প্রতি টানের জন্যই কলকাতায় আসেন পার্থ।