এক সপ্তাহ হতে চলল নায়িকা ছাড়াই হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং। যদিও এই পরিবর্তনের ছাপ পড়েনি টিআরপি তালিকায়। এই সপ্তাহে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ধারাবাহিক। পর্দায় দেখানো হচ্ছে, হারিয়ে গিয়েছে অপর্ণা। এ দিকে নতুন নায়িকার খোঁজ চলছে জোরকদমে।
শোনা গিয়েছিল, নতুন মুখ দেখা যাবে অপর্ণা চরিত্রের জন্য। কিন্তু সূত্র বলছে, যে চারজন লুকসেটের জন্য গিয়েছিলেন তাঁদের মধ্যে দু’জন পরিচিত মুখ। এক জন হলেন সম্পূর্ণা মণ্ডল। আর অন্যজন নাকি সোমু সরকার। লুকসেট হওয়ার পরে নাকি বিপুল আলোচনা হয়েছে স্টুডিয়োর অন্দরে। ঘনিষ্ঠ সূত্র বলছে, সম্পূর্ণা এবং সোমুর মধ্যে এগিয়ে আছেন সম্পূর্ণা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানানো হয়নি।
সোমু সরকার এবং সম্পূর্ণা মণ্ডলের মধ্যে ‘অপর্ণা’ চরিত্রে দেখা যাবে কাকে? ছবি: সংগৃহীত।
তবে দর্শকের একাংশের দাবি, এই চরিত্রে জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসকে দেখা গেলে মন্দ হত না। বিতর্কের পর থেকে প্রকাশ্যে নায়ক বা নায়িকা দিতিপ্রিয়া রায় কোনও মন্তব্যই করেননি। এমনকি, কেউ কেউ আবার অভিনেত্রী সৃজা দত্তের নামও উল্লেখ করেছিলেন এ ক্ষেত্রে। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “অনেক সময় কাজ নিয়ে নানা ধরনের আলোচনা হতে থাকে। তবে এই মুহূর্তে কোনও ধারাবাহিকে আমি সই করিনি। সামনে পরীক্ষা। ফলে পড়াশোনা করছি মন দিয়ে।” সব মিলিয়ে নতুন মুখ হিসাবে দেখা যাবে কাকে? সেই উত্তর এখনও অধরা।