Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২০ সেপ্টেম্বর ২০২১ ই-পেপার

ফের ছাদনাতলায় শ্রাবন্তী, পাত্র কে?

নিজস্ব প্রতিবেদন
১০ মে ২০১৬ ১৩:০১
এটা কিন্তু বিয়ের নয়, ফটোশুটের ছবি।— ফেসবুকের সৌজন্যে।

এটা কিন্তু বিয়ের নয়, ফটোশুটের ছবি।— ফেসবুকের সৌজন্যে।

বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। এ বার কতকটা সেই খবরে সিলমোহর পড়ল। আর মাত্র এক মাসের মধ্যেই গাঁটছড়া বাঁধতে চলেছেন টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

হ্যাঁ ঠিকই পড়ছেন।

ফের বিয়ে করতে চলেছেন শ্রাবন্তী। জীবনের এই নতুন চ্যাপ্টারে তাঁর জীবনসঙ্গী হবেন এক সুপারমডেল। কৃষ্ণ ভিরাজ।

Advertisement

এক বছরের রিলেশনশিপের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী-কৃষ্ণ। মুম্বইতে প্রথম আলাপ। তার পর তা প্রেমের চেহারা নিতে বেশি সময় নেয়নি। বয়ফ্রেন্ডের নামে নিজের হাতে ট্যাটু করিয়েছেন। ফেসবুকে নিজেদের ছবিও পোস্ট করেছেন নায়িকা।

এই ক’দিনে শ্রাবন্তীর ছেলের সঙ্গেও কৃষ্ণর ভাল বন্ধুত্ব হয়েছে। শোনা যাচ্ছে, বিয়েতে রোহিত বালের ডিজান করা আনারকলি পড়বেন নায়িকা। সব মিলিয়ে এই মেগা বিয়ের কাউন্টডাউন শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে।

আরও পড়ুন

বিক্রমের সঙ্গে ভবিষ্যতে কী হবে জানি না

মেঘলা দার্জিলিং, হাঁটছেন সোহম-শ্রাবন্তী

আরও পড়ুন

More from My Kolkata
Advertisement