ক্রিকেট মাঠ দেখেছে তাঁর বলের জাদু। ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত হয়ে কলঙ্কিতও হয়েছে তাঁর বাইশ গজের কেরিয়ার। এ বার বলিউড দেখবে তাঁর অভিনয়। তিনি সান্থাকুমারন শ্রীসন্থ।
ক্রিকেট কেরিয়ারের পর এ বার অন্য ইনিংস শুরু করবেন তিনি। পরিচালক পূজা ভট্টের পরিচালনায় ‘ক্যাবারেট’ ছবিতে বলিউডে ফিল্মি কেরিয়ারের ডেব্যু করতে চলেছেন শ্রীসন্থ। অভিনয়ের দক্ষতা বাড়াতে ইতিমধ্যেই ওয়ার্কশপও শুরু করেছেন ক্রিকেটের এই কলঙ্কিত নায়ক।
ছোট থেকেই নাচ শ্রীসন্থের ভালবাসার জায়গা। ভারতীয় দলে সুযোগ পাওয়ার অনেক আগে থেকেই তিনি নাচের পারফরম্যান্স করেন। এমনকি গত বছর একটি নাচের রিয়ালিটি শো ‘ঝলক দিখ লা যা’র মঞ্চে প্রতিযোগী হিসাবেই হাজির ছিলেন তিনি। ‘ক্যাবারেট’ ছবিতে নাচেরও বেশ কিছু দৃশ্য থাকবে বলে জানা গিয়েছে। তবে শ্রীসন্থের বিপরীতে কোন নায়িকাকে দেখবে বলিউড তা এখনও জানা যায়নি।