Advertisement
১৯ এপ্রিল ২০২৪
sridevi

নিলামে উঠেছে শ্রীদেবীর এই শাড়ি, দাম উঠল...

ঠিক এক বছর আগে এই দিনেই মৃত্যু হয়েছিল বলিউড ডিভা শ্রীদেবীর। মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে এক অনন্য সিদ্ধান্ত নিয়েছে কপূর পরিবার।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৮
Share: Save:
০১ ১০
ঠিক এক বছর আগে এই দিনেই মৃত্যু হয়েছিল বলিউড ডিভা শ্রীদেবীর। মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে এক অনন্য সিদ্ধান্ত নিয়েছে কপূর পরিবার।

ঠিক এক বছর আগে এই দিনেই মৃত্যু হয়েছিল বলিউড ডিভা শ্রীদেবীর। মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে এক অনন্য সিদ্ধান্ত নিয়েছে কপূর পরিবার।

০২ ১০
বনি কপূর ও তাঁর মেয়েরা শ্রীদেবীর এই শাড়িটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। নিলামটিতে এই শাড়ির দাম কত টাকা থেকে শুরু হচ্ছে জানেন?

বনি কপূর ও তাঁর মেয়েরা শ্রীদেবীর এই শাড়িটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। নিলামটিতে এই শাড়ির দাম কত টাকা থেকে শুরু হচ্ছে জানেন?

০৩ ১০
শ্রীদেবীর অত্যন্ত পছন্দের এই কোটা শাড়িটি, এক্কেবারে রাজস্থানের গ্রামের শিল্পীদের হাতে বোনা।

শ্রীদেবীর অত্যন্ত পছন্দের এই কোটা শাড়িটি, এক্কেবারে রাজস্থানের গ্রামের শিল্পীদের হাতে বোনা।

০৪ ১০
শাড়িটি বিক্রি করে সেই টাকা আর্থিক ভাবে পিছিয়ে পড়া নারী ও শিশুদের দেওয়া হবে।

শাড়িটি বিক্রি করে সেই টাকা আর্থিক ভাবে পিছিয়ে পড়া নারী ও শিশুদের দেওয়া হবে।

০৫ ১০
শ্রীদেবী বরাবরই তাঁর আইকনিক শাড়ি ও স্টাইলের জন্য বিখ্যাত। বিভিন্ন শাড়িতে নানা সময় তাঁকে দেখা গিয়েছে।

শ্রীদেবী বরাবরই তাঁর আইকনিক শাড়ি ও স্টাইলের জন্য বিখ্যাত। বিভিন্ন শাড়িতে নানা সময় তাঁকে দেখা গিয়েছে।

০৬ ১০
শ্রীদেবীর পরনের এই নীল শাড়িটি ছিল নয়ের দশকের ফ্যাশনের অন্যতম একটি পোশাক।

শ্রীদেবীর পরনের এই নীল শাড়িটি ছিল নয়ের দশকের ফ্যাশনের অন্যতম একটি পোশাক।

০৭ ১০
শ্রী’র শাড়ি নিয়ে এত বেশি রকমের মাতামাতি ছিল অনুরাগীদের যে, তাঁর শাড়ির অনুকরণে অসংখ্য সংস্থা শাড়ি তৈরি করেছে। অনলাইন স্টোরও রয়েছে নায়িকার শাড়ির নামে।

শ্রী’র শাড়ি নিয়ে এত বেশি রকমের মাতামাতি ছিল অনুরাগীদের যে, তাঁর শাড়ির অনুকরণে অসংখ্য সংস্থা শাড়ি তৈরি করেছে। অনলাইন স্টোরও রয়েছে নায়িকার শাড়ির নামে।

০৮ ১০
শ্রীদেবীর দুই মেয়েও মায়ের পছন্দের কয়েক’শ শাড়ি থেকে নিয়ে পরেন মাঝেসাঝেই।

শ্রীদেবীর দুই মেয়েও মায়ের পছন্দের কয়েক’শ শাড়ি থেকে নিয়ে পরেন মাঝেসাঝেই।

০৯ ১০
বনি কপূর তাই শ্রী’র সবচেয়ে প্রিয় এই শাড়িটি নিলামের সিদ্ধান্ত নিয়েছিলেন। ৪০ হাজার টাকা থেকে দাম শুরু হয়েছে এই শাড়িটির। এখনও পর্যন্ত কত দাম উঠেছে জানেন?

বনি কপূর তাই শ্রী’র সবচেয়ে প্রিয় এই শাড়িটি নিলামের সিদ্ধান্ত নিয়েছিলেন। ৪০ হাজার টাকা থেকে দাম শুরু হয়েছে এই শাড়িটির। এখনও পর্যন্ত কত দাম উঠেছে জানেন?

১০ ১০
একটি সুতির কোটার শাড়ির দাম উঠেছে এক লক্ষ ৪০ হাজার টাকা! তবে তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

একটি সুতির কোটার শাড়ির দাম উঠেছে এক লক্ষ ৪০ হাজার টাকা! তবে তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE