৪৯-এও অ্যাকশন হিরো! গাড়ি নিয়ে পিলে চমকে দেওয়া স্টান্ট করছেন তিনি। বালগেরিয়ায় চলছে শুটিং। ঘাবড়ে যাওয়া তো দূর অস্ত, শাহরুখ খান বলছেন, সে সব হল ‘রিয়েলি কুল কার স্টান্টস’!
সে কথা জানা গেল কী ভাবে? রোহিত শেঠির ‘দিলওয়ালে’-র শুটিংয়ের এই সব খবর কিঙ্গ খান নিজেই দিয়েছেন টুইটারে। পুরো ব্যাপারটা ঠিকঠাক উতরে দেওয়ার জন্য যে টিম এই অ্যাকশন সিকোয়েন্সের সঙ্গে যুক্ত, তাদেরও অজস্র ধন্যবাদ জানিয়েছেন তিনি।
চলতি বছরের ১৮ ডিসেম্বর রোহিত শেঠির ‘দিলওয়ালে’ মুক্তি পাওয়ার কথা। শাহরুখ-কাজল কেমিস্ট্রি দেখে যে প্রজন্মের বেড়ে ওঠা, তাদের কাছে এই ছবি ফের প্যান্ডোরার বাক্স হয়ে উঠতে পারে। ২০১০-এ ‘মাই নেম ইজ খান’-এর পর এই ছবিতেই তো ফের একসঙ্গে রাজ-সিমরন। ‘দিলবালে’-র প্রথম আর শেষ কথা যে এটিই!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy