গত মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন শুভশ্রী। কখনও শাড়ি, সিঁদুরের ঘরোয়া লুক। কখনও বা গাউনের ওয়ের্স্টান লুক। কিন্তু তথাকথিত বোল্ড ছবি?
না! বিয়ের পর এত দিন পর্যন্ত তেমন কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি শুভশ্রী। তবে এ বার করলেন। গত ৩০ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি সাদা-কালো ছবি দিয়েছেন নায়িকা। যেখানে ধরা পড়েছে তাঁর বোল্ড অবতার।
ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘নিজের মতো করে সুন্দর হও।’ অর্থাত্ নায়িকা বার্তা দিয়েছেন, সৌন্দর্যের সংজ্ঞা এক এক জনের কাছে এক এক রকম। তাই বাহ্যিক নয়, ভিতরের সৌন্দর্যই আসল। কে কী বললেন, সেটা মনে না রেখে নিজের শর্তে সুন্দর হওয়ার পরামর্শ দিয়েছেন নায়িকা।
আরও পড়ুন, ‘বিষের ধোঁয়ায়’ অচেনা প্রিয়ঙ্কাকে দেখুন ‘ব্যোমকেশ গোত্র’-এ
Be your own kind of beautiful❤️❤️❤️ pic.twitter.com/gOOjvY1YwG
— subhashree ganguly (@subhashreesotwe) September 30, 2018
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)