Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৯ নভেম্বর ২০২১ ই-পেপার

কবি শঙ্খ ঘোষের স্মৃতিচারণে শর্মিলা ঠাকুর, থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মমতাশঙ্কর

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ১৫ মে ২০২১ ২০:০৯
শঙ্খ ঘোষের স্মরণসভায় উপস্থিত থাকবেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মমতাশঙ্কর।

শঙ্খ ঘোষের স্মরণসভায় উপস্থিত থাকবেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মমতাশঙ্কর।

‘... শব্দহীন হও, শষ্পমূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর...’ লিখেছিলেন কবি শঙ্খ ঘোষ। অতিমারিকালে শব্দহীন ভাবেই চলে গেলেন কবি। গত ২১ এপ্রিল করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিল তাঁকে। সুরক্ষাবিধির জন্য অনেক কাছের মানুষকে দূর থেকেই চিরবিদায় জানাতে হয়েছিল কবিকে। যত দিন যায়, আরও যেন গাঢ় হতে থাকে তাঁর স্মৃতি। তাই কবির সৃষ্টির মাধ্যমেই আরও একবার তাঁকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার কথা ভাবলেন শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। আগামী ১৬ মে একটি স্মরণসভার আয়োজন করেছেন তিনি। নাম রেখেছেন ‘স্পর্ধার জন্য’। সেখানে উপস্থিত থাকবেন শর্মিলা ঠাকুর, মমতাশঙ্কর এবং ঋতুপর্ণা সেনগুপ্তরা।

অনুষ্ঠানের শুরুতেই শঙ্খ ঘোষকে নিয়ে কথা বলবেন মালয়ালি কবি এবং পণ্ডিত কে. সচ্চিদানন্দন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করাকালীন প্রচুর ছাত্রছাত্রীর সংস্পর্শে এসেছিলেন কবি। অভিনেত্রী চৈতালি দাশগুপ্ত তাঁদের মধ্যে অন্যতম। সেই সভায় গুরুকে নিয়ে নিজের অনুভূতির কথা বলবেন তিনি। করবেন স্মৃতিচারণ। শঙ্খবাবুর কবিতা উদযাপন করবেন সোহিনী সেনগুপ্ত, চৈতি ঘোষাল, অনন্যা চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, নন্দনা সেন, বিজয়লক্ষ্মী বর্মণ মধুমিতা বসু, প্রণতি ঠাকুরের মতো শিল্পীরা। শুধু শব্দে নয়, গানের সুরেও ফিরিয়ে আনা হবে কবির স্মৃতিকে। সেই সন্ধ্যায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন প্রমিতা মল্লিক, লোপামুদ্রা মিত্র,প্রবুদ্ধ রাহা, জয়তী চক্রবর্তী, রোহিনী রায় চৌধুরী, সুছন্দা ঘোষ, রঞ্জিনী মুখোপাধ্যায়, প্রিয়ম মুখোপাধ্যায় এবং ঋতপা ভট্টাচার্য্য ।

আগামী রবিবার সুজয়প্রসাদের ‘এসপিসি ক্রাফট’-এর ফেসবুকের পাতায় রাত ৯টায় দেখা যাবে এই অনুষ্ঠান।

Advertisement

আরও পড়ুন

Advertisement