Advertisement
১১ নভেম্বর ২০২৪
Jacqueline Fernandez

সুকেশের জেলে যাওয়া রামের বনবাস, প্রেমিকা জ্যাকলিন সীতা! কবে ফিরছেন অভিনেত্রীর কাছে?

নিজেদের প্রেমকে তুলনা করলেন রামায়ণের সঙ্গে। জ্যাকলিন নাকি ‘সীতা’। প্রেমিকার কাছে ফিরতে বাকি আর কত দিন?

জ্যাকলিনের জন্য কোন বার্তা দিলেন সুকেশ চন্দ্রশেখর?

জ্যাকলিনের জন্য কোন বার্তা দিলেন সুকেশ চন্দ্রশেখর? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৮:২৩
Share: Save:

আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কে থাকায় বিতর্কে জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ়ের নাম। এই মুহূর্তে দিল্লির কারাবাসে সুকেশ। কিন্তু কারাবাসেও তাঁর স্মৃতি জুড়ে রয়েছেন প্রেমিকা। জ্যাকলিনের প্রতি প্রেম প্রকাশেও তাই কোনও খামতি রাখছেন না সুকেশ। যদিও একদা প্রেমিক সুকেশের সঙ্গে কোনও সম্পর্ক রাখতেই নারাজ অভিনেত্রী। সুকেশ নিজেকে জ্যাকলিনের প্রেমিক বলে যতই দাবি করুন না কেন, অভিনেত্রী কিন্তু তাঁর বিরুদ্ধে জেলে থেকেই তাঁকে ভয় দেখানোর কথা জানিয়েছেন। তবে এতৎসত্ত্বেও থেমে থাকছেন না সুকেশ। জ্যাকলিনের সঙ্গে নিজের প্রেমকে তুলনা করলেন রামায়ণের সঙ্গে। জ্যাকলিন নাকি ‘সীতা’। প্রেমিকার কাছে ফিরতে বাকি আর কত দিন?

কারাবাসে সুকেশ। জ্যাকলিনকে দেখতে না পেয়ে কী ভাবে তাঁর দিন কাটছে, তা বিভিন্ন সময় উঠে এসেছে সুকেশের চিঠিতে। অভিনেত্রীর প্রতি নিজের প্রেম উজাড় করে দিয়েছেন আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত। এ বার তিনি জেলে বসেই জানান, আর বেশি দিন নয়, মাত্র আর দুটো মামলায় জামিন পেলেই রেহাই পাবেন সুকেশ। তাই তিনি জ্যাকলিনের উদ্দেশে বলেন, ‘‘আমাদের প্রেম রামায়ণের কাহিনির মতো। আমার কারাবাস রামের বনবাসের মতো। আমিও একটা ছোটখাটো বনবাস কাটিয়ে ফিরব আমার সীতা জ্যাকলিনের কাছে।” সম্প্রতি প্যারিসে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। সে সব ছবিও দেখে ফেলেছেন সুকেশ। প্যারিসে ঘুরতে গিয়ে যে অসম্ভব সুন্দর লাগছিল অভিনেত্রীকে, সে কথাও জানান সুকেশ। এই ব্যক্তির সঙ্গে এক সময় সম্পর্ক থাকায় ফাঁপরে পড়েন জ্যাকলিন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE