Advertisement
০৪ ডিসেম্বর ২০২৩

গল্প লিখছেন সানি লিওন!

পর্ন তারকা ছিলেন, হলেন অভিনেত্রী। এ বার নাকি গল্পও লিখবেন। তিনি সানি লিওন। অবাক হচ্ছেন তো? কিন্তু এটাই সত্যি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ১৩:৪৯
Share: Save:

পর্ন তারকা ছিলেন, হলেন অভিনেত্রী। এ বার নাকি গল্পও লিখবেন। তিনি সানি লিওন। অবাক হচ্ছেন তো? কিন্তু এটাই সত্যি।

রিল লাইফে কোনও ছবির চরিত্রে নয়, বাস্তবে কলম ধরতে চলেছেন সানি। অন্তত ১২ থেকে ১৫টি ছোট গল্প লিখবেন নায়িকা। নিজের এই নতুন ভূমিকা সম্পর্কে সানি জানিয়েছেন, লেখিকা হিসেবে ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করবেন। কোনও এক ভারতীয় প্রকাশকের হয়েই সানি বই লিখছেন বলে জানা গিয়েছে। প্রত্যেকটি গল্প প্রায় ২০০০ শব্দের মধ্যে হবে। বইটি লেখা শেষ হয়ে গেলে অনলাইনে পাওয়া যাবে।

প্রথমে ঠিক হয়েছিল সানির জীবন নিয়েই লেখা হবে এই ছোট গল্পগুলি। নিজের জীবনের গল্প লিখতেই কলম ধরবেন তারকা। কিন্তু পরে আলোচনা করে ঠিক করা হয়, এখনই নিজের জীবনের ঘটনা নিয়ে লিখবেন না সানি। বরং প্রকাশকের দেওয়া বিষয় নিয়েই গল্প লিখবেন।

আর কয়েকজিনের অপেক্ষা। তার পর লেখিকা সানি লিওনকে আবিষ্কার করবেন তামাম দর্শক।

আরও পড়ুন: সানিকে ক্রিকেট নিয়ে টিপস দিলেন ধোনি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE