Advertisement
০৪ ডিসেম্বর ২০২৩
Splitsvilla seasone 10

সানি লিওন এ বার এই কাজটাও করবেন!

সানি জানিয়েছেন, মূলত অনলাইনে এই প্রোডাক্টের ব্যবসা হবে। আপাতত নিজেকে বিজনেস উওম্যান হিসেবেই দেখতে চান তিনি। তবে এই নতুন কাজের জন্য পুরনো কমিটমেন্ট বাদ দেবেন না।

সানি লিওন। ছবি: সানির ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

সানি লিওন। ছবি: সানির ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ১৭:২৩
Share: Save:

তাঁর অভিনয় দেখেছন, নাচ দেখেছেন, পর্ন ছবিতেও তাঁকে দেখেছেন কেউ কেউ। এ বার তাঁকে অন্য রূপে দেখার অপেক্ষা। তিনি সানি লিওন। এ বার তিনি বিজনেস উওম্যান। দিন কয়েকের মধ্যেই নিজের কসমেটিক্স ব্র্যান্ড লঞ্চ করতে চলেছেন নায়িকা।

সম্প্রতি এ প্রসঙ্গে সানি সাংবাদিকদের বলেন, ‘‘স্টারস্ট্রাক বাই সানি লিওন নামে কসমেটিক লাইন খুলছি। আমি শুধু এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর নই। লোগো তৈরি থেকে প্যাকেজিং— সবটাই আমি আর আমার টিমের সদস্যরা মিলে করেছি।’’

আরও পড়ুন, শাহরুখ নন, অন্য কারও সঙ্গে নিউ ইয়র্কে পার্টিতে ব্যস্ত গৌরী!

সানি জানিয়েছেন, মূলত অনলাইনে এই প্রোডাক্টের ব্যবসা হবে। আপাতত নিজেকে বিজনেস উওম্যান হিসেবেই দেখতে চান তিনি। তবে এই নতুন কাজের জন্য পুরনো কমিটমেন্ট বাদ দেবেন না। বলিউডের পর এ বার বাংলা ছবিতেও দেখা যাবে তাঁকে। পাশাপাশি রয়েছে অ্যাঙ্কারিংও। এই মুহূর্তে বায়োপিকে কাজ করতে আগ্রহী তিনি। সানির কথায়, ‘‘কোনও নির্দিষ্ট ব্যক্তিত্বের কথা বলতে পারব না। কিন্তু ৬০-৭০ এর দশকের কোনও বিখ্যাত ব্যক্তিত্বের বায়োপিকে কাজ করতে পারলে ভাল হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE