২৭ বছরের মডেল রোহমান শালের সঙ্গে সুস্মিতা সেনের প্রেম নিয়ে আপাতত সরগরম বলিউড। শোনা গিয়েছিল, আগামী বছরই নাকি বিয়ে করছেন সুস্মিতা। সত্যি নাকি? অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা।
সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার একটি ভিডিয়ো শেয়ার করেছেন সুস্মিতা। ক্যাপশনে লিখেছেন, ‘সকলে যখন জল্পনা করছে, আমি তখন ট্রেনিং করছি। সব গসিপ শেষ হয়ে যাবে... বিয়ে এখনই নয়। তবে রোহমান আমার জীবনে অবশ্যই আছে। আমার জীবনের সত্যিটা শেয়ার করলাম...।’
সুস্মিতা ঘনিষ্ঠ এক বন্ধু সাংবাদিকদের জানিয়েছিলেন, গত দু’মাস ধরে সুস্মিতা এবং রোহমান ডেট করছেন। একটা ফ্যাশন শো-এ ওঁদের দেখা হয়। তার পর ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয়েছে। হয়তো পরের বছরই বিয়ে করবে ওরা। সেই গসিপ নস্যাত্ করে দিলেন সুস্মিতা স্বয়ং।
আরও পড়ুন, ১৫ বছরের ছোট এই মডেল কি সুস্মিতার নতুন বয়ফ্রেন্ড?
সুস্মিতার বয়স এখন ৪২। আর রোহমানের ২৭। রোহমান মুম্বইয়েরই এক মডেল। বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে রোহমানকে। বলিউডে পা রাখার জন্য বহু দিন ধরেই নাকি চেষ্টা করে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন, গোয়ায় অভিষেক-ঐশ্বর্যার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল
এর আগেও সুস্মিতা সেনের সঙ্গে রণদীপ হুডা, বিক্রম ভট্টের সম্পর্ক নিয়ে গুজব রটেছিল। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সুস্মিতা খুব একটা মুখ খোলেন না। অথচ রোহমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যেই জানিয়েছেন। আবার এখনই যে বিয়ে নয়, সে ইঙ্গিতও দিলেন প্রকাশ্যেই।
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)