সাতপাকে বাঁধা পড়লেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন। গত ৭ জুন রেজিস্ট্রি করে চারু আসোপাকে বিয়ে করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন রাজীব।
বিয়ের দিন হালকা কুর্তা-পাজামা পরেছিলেন রাজীব। চারুর পরনে ছিল লাল শাড়ি। দু’জনেরই গলায় ছিল গাঁদা ফুলের মালা। তবে এই বিয়েতে নাকি সুস্মিতাদের বাড়ির তরফে উপস্থিত ছিলেন একমাত্র নায়িকার মা শুভ্রা সেন।
সোশ্যাল ওয়ালে রাজীব লেখেন, ‘আমি রাজীব। আজ থেকে চারু আইনত আমার স্ত্রী।’
এর আগে রাজীব এবং চারুর ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন সুস্মিতা। সেখানে ছিলেন তাঁর বর্তমান বয়ফ্রেন্ড রোহমান শালও। তবে এখনও পর্যন্ত তাঁদের বিয়ের কোনও ছবি শেয়ার করেননি সুস্মিতা। কেন তিনি ভাইয়ের বিয়েতে উপস্থিত হননি, তা নিয়েও প্রশ্ন তুলেছেনে কেউ কেউ।
আরও পড়ুন, সুহানার এটিএম কার্ড নিয়ে আলোচনা! কিন্তু কেন?
রাজীব পেশায় মডেল। অন্যদিকে চারু টিভি অভিনেত্রী। ‘আগলে জনম মোহে বিটিয়া হি কিজো’, ‘মেরে অঙ্গন মে’র মতো ধারাবাহিকে চারুর অভিনয় পছন্দ করেছেন দর্শক। চলতি বছরের শুরু থেকে নাকি ডেট করছিলেন এই জুটি। অবশেষে পরিণতি পেল সেই সম্পর্ক।
I Charu Asopa take Rajeev Sen as my lawful husband... ❤️🔒🧿 #rajakibittu
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।