Susmita Sen and Rohman seen together at her father’s birthday party dgtl
বাবার জন্মদিনের পার্টিতে রোহমানের সঙ্গে সুস্মিতা, উষ্ণতা ছড়াল ইনস্টাগ্রামের ছবিতে
সুস্মিতা সেন এবং তাঁর বয়ফ্রেন্ড রোহমান এর সম্পর্ক ক্রমশ গাঢ় হচ্ছে। সম্প্রতি সুস্মিতা সেনের বাবার জন্মদিনে একসঙ্গে দেখা গেল সুস্মিতার পরিবারের সকল সদস্যকে। ছিলেন সুস্মিতার দুই মেয়ে রেনে ও আলিশাও। সেখানে প্রত্যাশিত ভাবেই দেখা যায় বয়ফ্রেন্ড রোহমানকেও।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ২০:০০
সপরিবারে সুস্মিতা, সঙ্গে রোহমানও।
সুস্মিতা সেন এবং তাঁর বয়ফ্রেন্ড রোহমান এর সম্পর্ক ক্রমশ গাঢ় হচ্ছে। সম্প্রতি সুস্মিতা সেনের বাবার জন্মদিনে একসঙ্গে দেখা গেল সুস্মিতার পরিবারের সকল সদস্যকে। ছিলেন সুস্মিতার দুই মেয়ে রেনে ও আলিশাও। সেখানে প্রত্যাশিত ভাবেই দেখা যায় বয়ফ্রেন্ড রোহমানকেও। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে ধরা পড়েছে সুস্মিতার পরিবারের আবেগঘন মুহূর্ত।
জন্মদিনের অনুষ্ঠানে সুস্মিতাকে দেখা যাচ্ছে বাবাকে কেক খাইয়ে দিতে। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে সুস্মিতা বলছেন, তিনিই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। সুস্মিতার জীবনে তাঁর অবদানের জন্য বাবাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি সুস্মিতা।
তবে এই সব কিছুকে ছাপিয়ে গেছে সুস্মিতা এবং রোহমানের রসায়ন। ইনস্টাগ্রামে শেয়ার করা একাধিক ছবিতে ধরা পড়েছে তাদের দু’জনের মধ্যের উষ্ণতা। যদিও তারা একে অপরকে ডেট করছেন কি না, সেই ব্যাপারে এখনই খোলসা করে কিছু বলেননি প্রাক্তন মিস ইউনিভার্স।
৪২ বছরের সুস্মিতার সঙ্গে ২৭ বছরের রোহমানের প্রেম নিয়ে কম চর্চা হচ্ছে না বলিউডের অন্দরে। রোহমান মুম্বইয়েরই এক মডেল। বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে রোহমানকে। ফিল্ম জগতে পা রাখার জন্য বহু দিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন তিনি।